মেসি-রোনালদোকে স্পর্শ করলেন লেভানডফস্কি
বায়ার্ন মিউনিখে হ্যান্সি ফ্লিক-রবার্ট লেভানডফস্কি জুটি ঘুম কেড়ে নিয়েছিল পুরো ইউরোপের। জার্মান কোচের অধীন বাভারিয়ানদের হয়ে এই পোলিশ স্ট্রাইকার ছিলেন দুর্দান্ত ছন্দে। পুরাতন সেই গুরু-শিষ্য জুটি আবার দেখা গেল চলতি মৌসুমে বার্সেলোনায় এসে। স্প্যানিশ ক্লাবটিতে বেশ স্বাচ্ছন্দ্যেই আছে লেভানডফস্কি। গতকাল রাতে অংশ হয়েছেন ইতিহাসের।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ১০০ গোলের নজির গড়লেন এই পোলিশ স্ট্রাইকার। গতকাল রাতে ফ্রান্সের দল ব্রেস্তের বিপক্ষে ৩-০ গোলে জয়ের পথে এই অনন্য মাইলফলক স্পর্শ করেন লেভা। ম্যাচে করেছেন দুই গোল। ক্যারিয়ারের ১২৫তম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এসে এই কীর্তি ছুঁয়েছেন পোল্যান্ডের এই স্ট্রাইকার।
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পর মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে ইউরোপ সেরার মঞ্চে ১০০ গোলের মাইলফলক ছুঁলেন পোলিশ গোলমেশিন।
আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
ঘরের মাঠ অলিম্পিক লুইস স্টেডিয়ামে গতকাল শুরু থেকেই আক্রমণের ঢেউ তোলেন লেভানডফস্কি-রাফিনিয়ারা। গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কাতালানদের। ম্যাচের ১০ম মিনিটে স্পটকিক থেকে গোল করে বার্সাকে এগিয়ে (১-০) দেন লেভানডফস্কি।
প্রথমার্ধে লেভার পেনাল্টি গোলের পর দ্বিতীয় গোলের জন্য বার্সাকে অপেক্ষা করতে হয়েছে ৬৬ মিনিট পর্যন্ত। জেরার্ড মার্টিনোর পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে পড়ে ব্রেস্তের এক ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল জড়ান ওলমো। ম্যাচের যোগ করা সময়ে দ্বিতীয় গোলের দেখা পেয়ে যান লেভানডফস্কি। অ্যালেক্স বালদের কাটব্যাকে ব্রেস্তের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে স্কোরলাইন ৩-০ করেন পোলিশ তারকা। এ জয়ে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে এল হানসি ফ্লিকের দল।