২৬ নভেম্বর ২০২৪, ১১:১৩

যে কারণে আইপিলে দল পেলেন না মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান  © সংগৃহীত

বিশ্বের সব চেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লীগ আইপিএল। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের সুবাদে আইপিএল নিয়ে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বেশি। এ ফ্র্যাঞ্চাইজি লীগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব খেলেছেন অনেকবার, তারপর সবচেয়ে বেশি খেলেছেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজ। কিন্তু এবারের আইপিএল নিলামের পর প্রশ্নটি উঠেছে, মোস্তাফিজ আইপিলে দল পেলেন না কেন?

এবার নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তাঁকেও সম্ভবত সমন্বয়ের মধ্যে না পড়ায় আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি দল। এ বছর টি-টোয়েন্টিতে দেশের হয়ে ১৮ ইনিংসে ২৭ উইকেট নেওয়া মোস্তাফিজের ইকোনমি রেট ৭.৫৮। গড় ১৯.১১ ও স্ট্রাইক রেট ১৫.১। বেশ ভালো পারফরম্যান্স করার পরও মোস্তাফিজকে কেন কোনো ফ্র্যাঞ্চাইজি দল নিল না, সেটি একটি প্রশ্ন হতে পারে। তবে গত মাসে ভারতের মাটিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মোস্তাফিজের পারফরম্যান্স তেমন ভালো ছিল না। ৩ ম্যাচে ৬৬টি বল করে ৪ উইকেট নিলেও দিয়েছিলেন ১২৪ রান। ইকোনমি রেট ছিল ১১.২৭! ভারতের মাটিতে এই সাম্প্রতিক পারফরম্যান্স মোস্তাফিজের ওপর থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর মুখ ফিরিয়ে নেওয়ার কারণও হতে পারে।

২০১৬ সালে আইপিএলে অভিষেকের পর থেকে কোনো দলেই বেশি দিন খেলা হয়নি বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। প্রথম আসরে চমক দেখালেও পরের আসরগুলোয় পারফরম্যান্স তত ভালো ছিল না তার। যার ফলে প্রতিবারই দল পাল্টাতে হয়েছে তাকে। সর্বশেষ দল চেন্নাইয়ে জায়গা হচ্ছে না তার। এ অবস্থায় ২০২৫ আইপিএলে দল পাননি এই কাটার মাস্টার।

সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটাল, চেন্নাই সুপার সুপার—২০১৬ সালে আইপিএলে অভিষেকের পর থেকে এ বছর সর্বশেষ আসর পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন মোস্তাফিজুর রহমান। আইপিএলে নিজের ষষ্ঠ ঠিকানা খুঁজে পেলেন না মোস্তাফিজ।

ক্রিকেট বিশ্লেষকদের অভিমত, মোস্তাফিজুর রহমান টি-টোয়েন্টির জন্য আদর্শ পেসার। তবে তার বোলিংয়ে তেমন ভ্যারিয়েশন নেই। শুধু মাত্র কাটার ও স্লোয়ার দিয়ে বেশিদিন ঠিকে থাকা সম্ভব নয়। এজন্য তারা মোস্তাফিজকে তার বোলিং বৈচিত্র্য বাড়ানোর দিকে মনোযোগ বাড়ানোর পরামর্শ দেন।