২২ নভেম্বর ২০২৪, ১৬:২৪

পার্থ টেস্টে এক দিনেই পড়ল ১৭ উইকেট

উইকেট নেওয়ার পর যশপ্রীত বুমরাহ উদযাপন  © সংগৃহীত

পার্থের পেসবান্ধব উইকেটে পেসাররা রাজত্ব করবেন এমনটা প্রত্যাশিতই ছিল। তবে চলমান টেস্টের প্রথম দিনটাতে বেশ বাড়াবাড়ি রকমই নাটাই ঘোরালেন দুই দলের পেসাররা। তাতে চোখে ‘সর্ষে ফুল’ দেখলেন যেন ম্যানসম্যানরা। হ্যাজলউড-স্টার্কদের তোপে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়াকেও আষ্টেপৃস্টে বেধে ফেলেছে ভারত। বুমরাহদের আগুনে বোলিংয়ে এরই মধ্যে স্কোরবোর্ডে মাত্র ৬৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ভারতের চেয়ে এখনো ৮৩ রান পিছিয়ে আছে প্যাট কামিন্সরা। 

পার্থ টেস্টের প্রথম দিনেই উইকেটের পতন হয়েছে ১৭টি। ১৯৫২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ উইকেট পতনের রেকর্ডও এটি।

ভারত ১৫০ রানে অলআউট হওয়ার পর ব্যাট করতে নেমে দুই অজি ওপেনার দেখেশুনেই খেলছিলেন। উসমান খাজার সঙ্গে ছিলেন অভিষিক্ত ন্যাথান ম্যাকসুয়েনি। তবে ম্যাকসুয়েনি নিজের ইনিংস বড় করতে পারেননি। ভারত নিজেদের প্রথম উইকেট হারিয়েছিল নিজেদের ইনিংসের তৃতীয় ওভারে, অজিরাও প্রথম উইকেট হারায় দিনের তৃতীয় ওভারেই।

আরও পড়ুন: জানা গেল আগামী তিন আইপিএলের সূচি

বুমরার করা বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হন ম্যাকসুয়েনি। অন ফিল্ড আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নিয়ে তাকে ফেরায় ভারত। এদিকে ম্যাকসুয়েনি ১০ রান করে ফেরার পর উসমান খাজাও ফিরেছেন দ্রুতই। অভিজ্ঞ এই ওপেবারকেও ফিরিয়েছেন বুমরাই। স্লিপে বিরাট কোহলির মুঠোবন্দী হয়ে ১৯ বলে ৮ রান করে তিনি সাজঘরে ফিরেন।

খাজাকে ফেরানোর পরের বলে দুর্দান্ত এক ডেলিভারিতে স্টিভ স্মিথকেও সাজঘরের পথ দেখান বুমরা। এরপর ট্রাভিস হেড, মিচেল মার্শিরাও দলের হাল ধরতে না পারলে দলীয় ৩৮ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে অজিরা। একপ্রান্তে দ্রুত উইকেট হারালেও অপরপ্রান্তে ঠায় দাঁড়িয়েছিলেন মার্নাস লাবুশেন। যদিও নিজের খেলা দ্বিতীয় বলেই আউট হতে পারতেন তিনি, তবে কোহলি স্লিপে ক্যাচ মিস করায় জীবন পেয়েছিলেন তিনি।

আরও পড়ুন: বিপিএল মাতাতে আসছেন রাহাত ফতেহ আলী খান

তবে জীবন পেলেও তা ঠিকঠাক কাজে লাগাতে পারেননি লাবুশেন। জীবন পাওয়ার পর তিনি আরও ৫০ বল খেলেছেন, রান করেছেন কেবল ২। ৫১ বলে ২ রান করে লাবুশেন ফেরার পর আরও এক উইকেট হারিয়েছে অজিরা। অধিনায়ক প্যাট কামিন্স আউট হয়েছেন বুমরার বলে কট বিহাইন্ড হয়ে। সব মিলিয়ে প্রথম দিন শেষে অজিদের স্কোরবোর্ডে যোগ হয়েছে ৬৭ রান, হারিয়েছে ৭ উইকেট, ভারতের চেয়ে এখনো পিছিয়ে আছে ৮৩ রানে। 

টসে জিতে আগে ব্যাত করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানরাও সুবিধা করে উঠতে পারেননি। ৫৯ রানে ৫ উইকেট হারানো ভারত রিশব পন্তের ৩৭ ও নীতিশ রেড্ডির ৪১ রানের ইনিংসের সুবাদে অলআউট হওয়ার আগে গড়ে ১৫০ রানের সংগ্রহ।