২২ নভেম্বর ২০২৪, ১২:৩৩

স্টার্ক-হ্যাজলউডদের বোলিং তোপে ধুঁকছে ভারত

অস্ট্রেলিয়ার বোলারদের তোপে ধুঁকছে ভারত  © সংগৃহীত

বহুল আলোচিত বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরু হয়েছে আজ শুক্রবার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আজ মাঠে নেমেছে ভারত। দুই দলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে পার্থের অপ্টাস স্টেডিয়ামে। অজিদের টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক জশপ্রীত বুমরা। তবে ব্যাট হাতে ভালো করতে পারেননি সফরকারী ব্যাটসম্যানরা। মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও মিচেল মার্শদের তোপে দলীয় রান ১০০ না হতেই সাজঘরের পথ ধরেছেন লোকেশ রাহুল, বিরাট কোহলি, যশ্বসী জয়সোয়ালসহ ছয় ব্যাটসম্যান। 

৫ টেস্ট সিরিজের প্রথম টেস্টে টসে হারলেও প্রথম দিনটা এখনো পর্যন্ত বেশ ভালোই কাটিয়েছে অস্ট্রেলিয়া। ইনিংসের শুরু থেকেই তোপ দেগেছেন অজি পেসাররা। সফলতাও মিলে দিনের তৃতীয় ওভারেই। মিচেল স্টার্কের করা ওভারের প্রথম বলেই ন্যাথান ম্যাকসুইনির মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরেন যশ্বসী জয়সোয়াল। ৮ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি ভারতের তরুণ এই ওপেনার। 

দলীয় ৫ রানে এক ওপেনারকে হারানো ভারত বিপাকে পড়ে অভিষিক্ত দেবদূত পাডিক্কল আউট হলে। হ্যাজলউডের বলে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি গ্লাভসে ধরা পড়েন পাডিক্কল। অভিষিক্ত এই ব্যাটসম্যান ২৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। 

দুই ব্যাটসম্যান শূন্য রানে আউট হওয়ার পর ক্রিজে আসেন বিরাট কোহলি। তিনি সাদা পোশাকে সাম্প্রতিক সময়ে নিজের সেরা ছন্দে নেই। সেই ধারা থেকে বের হতে পারেননি তিনি। হ্যাজলউডের বলে আউট হয়েছেন, ১২ বল খেলে করেছেন ৫ রান। এদিকে সকাল থেকেই সবথেকে ভালো খেলছিলেন রোহিত শর্মার অনুপস্থিতিতে ওপেনার হিসেবে খেলা রাহুল। তবে তিনিও ফিরেছেন স্টার্কের বলে। 

যদিও রাহুলের আউট নিয়ে কিছুটা বিতর্ক আছে। স্টার্কের বলে উইকেটর্খকের হাতে ক্যাচ হয়ে আউট হন তিনি। অনফিল্ড আম্পায়ার তাকে আউট দেননি। তবে অজিরা রিভিউ নিলে বদলে যায় সিদ্ধান্ত। রাহুল ৭৪ বলে ২৬ রান করে আউট হলে ভারত মধ্যাহবিরতিতে যায় ৪ উইকেটে ৫১ রান নিয়ে। 

বিরতি থেকে ফেরার পর আরও দুই উইকেঠারায় স্বাগতিকরা। ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দরও দলের হাল ধরতে পারেননি। এই দুজনকেই ফেরান মার্শ। ফলে ৭৩ রানেই ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত। এরপর দলের হাল ধরেছেন রিশব পন্ত ও নিতিশ কুমার রেড্ডি। দুজন মিলে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছেন। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১০৮ রান।