বছরের শেষ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, তবে প্রতিপক্ষ ভিন্ন
বিশ্বকাপ বাছাই পর্বে ভিন্ন ভিন্ন ম্যাচে বুধবার (২০ নভেম্বর) মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। অম্ল-মধুর অভিজ্ঞতা নিয়ে চলতি বছরের শেষ ম্যাচ খেলতে নামছে এই দুই দল। শেষ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পেরুকে পাচ্ছে স্ক্যালোনির দল। আর ব্রাজিল খেলবে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে।
২০২৬ বিশ্বকাপ বাছাইকে ঘিরে দুর্দান্ত ছন্দে ছিল বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে শেষ ম্যাচে হারের স্বাদ পেয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। এরপরও লাতিন অঞ্চলের বাছাইপর্বে টেবিলে এখনও শীর্ষে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। জয়ের প্রত্যাশা নিয়েই ঘরের মাঠে পেরুর বিপক্ষে লড়বে লিওনেল স্ক্যালোনির দল। ১১ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিল টপার আর্জেন্টিনা। এ ম্যাচে জয় পেলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে বর্তমান চ্যাম্পিয়নদের।
অন্যদিকে, গত অক্টোবরের উইন্ডোতে জয় পেলেও শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে ড্র করায় ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ ব্রাজিল। এই ম্যাচে উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষ থাকলেও, জয়ে চোখ দরিভাল জুনিয়রের। বছরের শেষটা উরুগুয়েকে হারিয়ে রাঙাতে চায় সেলেসাওরা। ম্যাচের একদিন আগেই নিজেদের একাদশ জানিয়ে দিয়েছে ব্রাজিল। একাদশে ফিরেছেন দানিলো।
লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট টেবিলে শীর্ষ ধরে রাখার লক্ষ্যে লিওনেল মেসিরা বুধবার আতিথ্য দেবেন পেরুকে। আলবিসেলেস্তেদের মাঠ লা বোমবোনেরায় বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে মাঠের লড়াই। একই দিনে ঘরের মাঠ সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৬টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ।