আইপিএল নিলামে সাকিব কি দল পাবেন?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৬ বার খেলেছেন সাকিব আল হাসান। পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুই আসরে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।পূর্বের মত পারফরম্যান্স ধরে রাখতে না পারায় গত বছর দল পাননি এই অলরাউন্ডার। তবে এবার আইপিএল নিলামে তার দল পাওয়া কঠিন হবে বলেই অনুমান করা হচ্ছে।
সাকিবের টি-টোয়েন্টি ক্রিকেটের দিকে তাকালে দেখা যায় সর্বশেষ ২৪ ইনিংসে ফিফটি করেছেন মাত্র ১টি। সেটি চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে, নেদারল্যান্ডসের বিপক্ষে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া বিশ্বকাপে কন্ডিশন ছিল স্পিনারদের জন্য সহায়ক। সেখানে ৭ ম্যাচে বল হাতে নিয়ে সাকিবের অর্জন ৩ উইকেট।
তবে দেখা যাক, সাম্প্রতিক পারফরম্যান্স ছাড়াও আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো তাকে কেনার ক্ষেত্রে আর কী দেখে।
ফ্র্যাঞ্চাইজিগুলো যে ক্রিকেটার ঘন ঘন সীমানা পার করতে পারবেন তাকে নিশ্চয়ই বিবেচনায় রাখবেন। সাকিব সে তালিকার ওপরের দিকে থাকবেন না বলা যায়। কারণ গত আইপিএল ছিল রানবন্যার। সর্বশেষ যেবার সাকিব আইপিএল খেলেছেন, সেই ২০২১ সালে ৮ ম্যাচে উইকেট নিয়েছিলেন মাত্র ৪টি। সে হিসেবে বলা যায় সাকিবকে কেনার ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলোর গুরুত্বটা লঘুই হবে।
আইপিএলে ব্যাটসম্যানদের কাছে খুব বেশি পাত্তা পান না তিনি। আর এখন তার পরিস্থিতি আরও ভয়াবহ! এরই মধ্যে অভিষেক শর্মা, ট্রাভিস হেডদের মতো ‘হাতুড়িপেটা’ ব্যাটসম্যানদের উত্থান ঘটে গেছে। এ ছাড়া আছে ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়ম। এই নিয়মে বদলি হিসেবে নেমে ব্যাটিং-বোলিং দুটিই করেন ইমপ্যাক্ট প্লেয়ার।
এটি মূলত ভারতীয়দের মধ্যে থেকে হওয়ার সম্ভাবনা বেশি। বিদেশি খেলোয়াড় নামানো যাবে, যদি শুরুর একাদশে চার বিদেশির জায়গায় তিনজনকে রাখা হয়ে থাকে। বেশির ভাগ দলই এই ঝুঁকিটা নেয় না। সেই ঝুঁকিটা নিলেও এই জায়গায় দ্রুতগতির কোনো পেসার, রহস্য স্পিনারের কদরটাই বেশি।
আর সাকিব যে স্ট্রাইক রেটে ব্যাটিং করে থাকেন, সেই একই স্ট্রাইক রেটে ভারতীয় কোনো ব্যাটসম্যানও ব্যাটিং করতে পারেন। বাঁহাতি স্পিনেও যে খুব ভয়ংকর, তা-ও নয়। ক্রিকেটের বাইরের জীবন নিয়ে সাকিবের পাহাড়সম চাপ তো আছেই। যদিও ক্যারিয়ারের প্রথম দিকের কয়েক বছর বাদ দিলে বাকি সময় মাঠের বাইরের নানা চাপ নিয়েই খেলে গেছেন তিনি।
তবে খুশির খবর হলো সম্প্রতি চেন্নাই তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছে। যেখানে জাদেজার সঙ্গে একজন ক্রিকেটারের শ্যাডো ছবি দিয়েছে তারা। ক্যাপশনে লিখেছে জাদেজার জমজ অলরাউন্ডার কে? এই ছবি আর ক্যাপশনের সঙ্গে অনেকেই সাকিবের মিল খুঁজে পাচ্ছেন। আর দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ধরেই নিচ্ছেন, এবারের নিলাম থেকে সাকিবকে দলে ভেড়াতে যাচ্ছে চেন্নাই। এখন অপেক্ষার পালা কোন দলে ভিড়ে এই অলরাউন্ডারকে তা দেখার।