হঠাৎ করেই ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো তার ৩৯ বছর বয়সেও ফুটবল দুনিয়ায় জাদু দেখাচ্ছেন। সাম্প্রতিক নেশনস লিগে পোল্যান্ডের বিপক্ষে তিনি দুটি গোল করেছেন, যার মধ্যে একটি ছিল চমকপ্রদ বাইসাইকেল কিক! এমন অসাধারণ পারফরম্যান্সের পরও, তাকে অবসরের বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে হলো।
অবসরের প্রসঙ্গে রোনালদো কোনো নির্দিষ্ট পরিকল্পনা করেননি। তিনি বলেছেন, অবসর নিয়ে তিনি তেমন চিন্তিত নন এবং সঠিক সময় আসার আগ পর্যন্ত এটি নিয়ে ভাবতেও চান না। ম্যাচ শেষে রোনালদো জানান, জাতীয় দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্তটি তিনি হুট করেই নিতে চান এবং আগে থেকে কোনো ঘোষণা দিতে ইচ্ছুক নন। তিনি বলেন, ‘জাতীয় দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেব অনেক ভেবেচিন্তে। আগে থেকে কোনো ঘোষণা করব না। হঠাৎ করেই সিদ্ধান্ত হবে।’
রোনালদো জানিয়েছেন, তিনি ক্যারিয়ারের এই মুহূর্তটি পুরোপুরি উপভোগ করতে চান। তার মতে, অবসরের সময় এক দিন আসবেই, কিন্তু তা হয়তো আরও এক-দু’বছর পরে হতে পারে। তিনি আরও বলেন, ‘এখন আমি শুধু উপভোগ করতে চাই। অবসরের পরিকল্পনা যদি বলেন, সেটা এক দিন আসবেই। হয়তো আরও এক-দু’বছর পরে। আমি জানি না। দ্রুত আমার বয়স ৪০ বছর হবে। তাই এখন সময়টা উপভোগ করতে চাই। যত দিন তাগিদ থাকবে তত দিন খেলব। যেদিন কোনো অনুপ্রেরণা থাকবে না সে দিন অবসর নেব।’
বর্তমান মৌসুমে রোনালদো দারুণ ছন্দে আছেন। সৌদি প্রো লিগের ক্লাব ‘আল নাসর’-এর হয়ে তিনি এ পর্যন্ত ১০টি গোল করেছেন এবং তিনটি অ্যাসিস্ট দিয়েছেন। জাতীয় দলের হয়ে এবারের নেশনস লিগে চার ম্যাচে পাঁচ গোল করেছেন এবং পর্তুগালের হয়ে তার গোল সংখ্যা ১৩৫-এ পৌঁছেছে।
রোনালদোর এই উজ্জ্বল পারফরম্যান্স প্রমাণ করে যে, বয়স শুধুমাত্র একটি সংখ্যা। তার অদম্য মানসিকতা এবং মাঠে অসামান্য দক্ষতা তাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে গড়ে তুলেছে।