০৯ নভেম্বর ২০২৪, ১৫:১২

জাকের আলির ওয়ানডে অভিষেক আজ, বাংলাদেশ কি সিরিজ বাঁচাতে পারবে?

জাকের আলি অনিক  © সংগৃহীত

আফগানিস্তানের বিরুদ্ধে বাঁচা-মরার ম্যাচ আজ। শনিবার (৯ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শরাজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। এ ম্যাচে অভিষেক হতে পারে উইকেট কিপার ও ব্যাটার জাকের আলি অনিকের।

দ্বিতীয় ওয়ানডেতে নিশ্চিতভাবেই বাংলাদেশের একাদশে পরিবর্তন আসছে। গত ম্যাচে হারের পর চোট হানা দেয় টাইগার শিবিরে। আঙুলের চোটে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটারকে হারিয়ে কিছুটা হলেও বিপাকে সিরিজে পিছিয়ে থাকা টাইগাররা।

মুশফিকের বিকল্প হিসেবে একমাত্র উইকেটকিপার ব্যাটার হিসেবে স্কোয়াডে আছেন জাকের আলি অনিক। টেস্ট ও টি-টোয়েন্টিতে ইতোমধ্যেই বাংলাদেশের জার্সিতে খেলেছেন তিনি। তবে ওয়ানডেতে এখনও অভিষেক হয়নি তার। মুশফিকের চোটে এবার কপাল খুলতে পারে তার। আজই পেয়ে যেতে পারেন ওয়ানডে ক্যাপটা।

জাকেরকে নিয়ে মেহেদি হাসান মিরাজ বলেছেন, ‘দলের সমন্বয়ের কথা যদি বলেন দেখুন, আমাদের কিন্তু অপশনও খুব বেশি নেই। লিটন দাস অসুস্থ, সে থাকলে দলের সমন্বয়টা আরও ভালো থাকতো হয়তো। যেহেতু ওইরকম সুযোগ নেই, জাকের আলির জন্য বেস্ট অব লাক।’

জাকের ‘লিস্ট এ’ ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৩টি ম্যাচ খেলেছেন। তাতে ব্যাট হাতে ৭৮ ইনিংসে ৩৫ দশমিক ৭৫ গড়ে এবং ৭৭ দশমিক ০৬ স্ট্রাইক রেটে জাকির করেছেন ২১৮১ রান। লিস্ট এ ক্যারিয়ারে এ ব্যাটারের ১২টি অর্ধশতকের পাশাপাশি রয়েছে দুটি সেঞ্চুরি হাঁকানো ইনিংস। যেখানে ব্যক্তিগত সর্বোচ্চ ১০৯ রান।

গ্লাভস হাতে মন্দ নন এ উইকেটকিপার। সমান ম্যাচে ৮৪ ক্যাচ এবং ২০টি স্টাম্পিংয়ের অর্জন রয়েছে তার দখলে। তবে গত ২৬ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলা সবশেষ লিস্ট এ মর্যাদার ম্যাচে জাকিরের ব্যাট থেকে এসেছিল মাত্র ৫ রান।

মুশফিক ছাড়া স্কোয়াডে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। দুই স্পিনার আর তিন পেসার নিয়ে আজও মাঠে নামতে পারে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকের আলি (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।