০৮ নভেম্বর ২০২৪, ১৮:১৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও নেই মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও নেই মুশফিক
মুশফিকুর রহিম  © সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে যেন শনির দশা পেয়ে বসেছে। সাকিব খেলছেন না। লিটন দাস জ্বরাক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকার সাথে শেষ টেস্টের পর আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন আগেই। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে লজ্জাজনকভাবে হেরেছে টাইগার বাহিনী। এরপর ইনজুরিতে পড়লেন অভিজ্ঞ কিপার ও ব্যাটার মুশফিকুর রহিম। এবার শোনা গেল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সিরিজেও খেলতে পারবেন না মুশফিক।

২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের টেস্ট সিরিজ। শুক্রবার (৮ নভেম্বর) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনজুরির কারণে খেলতে পারবেন না মুশফিকুর রহিম। 

মুশফিকের চোট নিয়ে ক্রিকবাজ আরও জানায়, মুশফিকের সেরে উঠতে এক মাস বা তার বেশি লাগবে। এ জন্য তিনি সিরিজে থাকতে পারছেন না। তবে সেই সফরে ওয়ানডেতে খেলবে কি না এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। 

ক্যারিবীয় ট্যুরে টেস্ট ছাড়াও তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। যার শুরুটা হবে টেস্ট সিরিজ দিয়ে। সুস্থ হয়ে উঠলে ওয়ানডেতে খেলতে পারেন মুশফিক।