০১ নভেম্বর ২০২৪, ২২:২৯

ম্যানচেস্টার ইউনাইটেডের চমক, নতুন কোচ রুবেন আমোরিম

রুবেন আমোরিম  © সংগৃহীত

হয়তো অনেকের কাছে ব্যাপারটা চমক মনে হবে। সেটা হতেও পারে। পর্তুগিজ রুবেন আমোরিমকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড। ১১ নভেম্বর প্রধান কোচের দায়িত্ব নিতে লিসবন থেকে ওল্ড ট্রাফোর্ডে যাবেন আমোরিম। ইউনাইটেডের সঙ্গে এই পর্তুগিজ কোচের চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত।

লিসবনের ক্লাব স্পোর্টিং ছেড়ে আগামী ১১ নভেম্বর ওল্ড ট্রাফোর্ডে আসবেন আমোরিম। তাকে নিয়োগ দেওয়া নিয়ে ইউনাইটেড এক বিবৃতিতে বলেছে, ‘ইউরোপিয়ান ফুটবলে রুবেন বেশ রোমাঞ্চকর ও উঁচুভাবে মূল্যায়িত তরুণ কোচদের একজন।’

২৬ বছর ইউনাইটেডের ডাগআউটে দাঁড়িয়ে ২০১৩ সালে অবসর নেন স্যার আলেক্স ফার্গুসন। এরপর এ নিয়ে ষষ্ঠ স্থায়ী কোচ আসতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডে।

এর আগে ইউর্গেন ক্লপ লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়ার পর আমোরিমের অ্যানফিল্ডে আসার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই গুঞ্জন সত্যি হয়নি। এবার এরিক টেন হাগ বরখাস্ত হওয়ার পর আমোরিমের ইউনাইটেডে আসারও গুঞ্জন শুরু হয়। শেষ পর্যন্ত সেই গুঞ্জন এবার সত্যি হয়েছে।

দিন তিনেক আগে টেন হাগকে বরখাস্ত করে তার সহকারী রুড ফন নিস্তলরয়ের কাঁধে রেড ডেভিলদের দায়িত্ব তুলে দেয় ক্লাব কর্তৃপক্ষ। ইউনাইটেডের সাবেক এই স্ট্রাইকার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ইউনাইটেডের দায়িত্ব সামলাবেন আমোরিম না আসা পর্যন্ত। এই সময়ের মধ্যে তাঁর অধীনে পরের তিন ম্যাচ খেলবে রেড ডেভিলরা। চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৪ তম স্থানে আছে ইউনাইটেড।

পর্তুগাল দলে আমোরিম খেলেছেন ইউনাইটেড কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। সাবেক এই মিডফিল্ডারকে ২০১০-১৪ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে দেখা গেছে ১৪ ম্যাচ। এরপর কোচিংয়ে এসে পর্তুগালের ক্লাব ব্রাগার পর সামলাচ্ছেন রোনালদোরই সাবেক ক্লাব স্পোর্টিং সিপির দায়িত্ব।