আফগান সিরিজের দল ঘোষণা, শান্তই অধিনায়ক, নেই সাকিব
আফগানিস্তানের বিপক্ষে দুবাইয়ে তিন ওয়ানডের সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করে বিসিবি। গত কিছুদিনে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে গুঞ্জন তৈরি হলেও তাকেই অধিনায়ক রেখেই ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
স্কোয়াডে সাকিব আল হাসান যে থাকছেন না, সেটা তো আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। আফগানিস্তান সিরিজের দলে সাকিবের পাশাপাশি নেই লিটন দাসও। বিসিবি বিবৃতিতে জানিয়েছে, জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে না পারা লিটন এখনো জ্বরে ভুগছেন, সে কারণে এই সিরিজের দলেও রাখা হয়নি তাঁকে।
স্কোয়াডে নতুন মুখ একটি, এখনো ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার নাহিদ রানা। বাংলাদেশের হয়ে তিন বছর ধরে টেস্ট খেলার সুযোগ না পাওয়া, গত জুনের পর টি-টোয়েন্টিতেও সুযোগ না পাওয়া বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার অবশ্য দলে আছেন। ওয়ানডেতে সর্বশেষ যে চার ইনিংসে ব্যাটিং করেছেন, তার একটিতে ফিফটি (চট্টগ্রামে গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৮) ও এক সেঞ্চুরি (গত ডিসেম্বরে নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬৯) আছে সৌম্যর, ফর্ম বিবেচনায় ওয়ানডে দলে তার থাকারই কথা ছিল!
তিন ওয়ানডের সিরিজের প্রথমটি ৬ নভেম্বর, পরের দুই ওয়ানডে ৯ ও ১১ নভেম্বর। তিনটি ম্যাচই হবে শারজা স্টেডিয়ামে। বিসিবি জানিয়েছে, সিরিজ উপলক্ষে আগামীকাল শনিবার ও এর পরের দিন রবিবার দুই ভাগে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।
আফগানিস্তান সিরিজের বাংলাদেশ স্কোয়াড:
সৌম্য সরকার, তানজিদ তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা।