২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি
কিংবদন্তির লিওনেল মেসির বয়স এখন ৩৭! এ বয়সে অনেক ফুটবলার হারিয়ে যান, অনেকেই অবসর নেন। মেসির ক্ষেত্রে বয়স যেন কোনো বাধা হতে পারেনি। এখনও তরুণদের মতো মাঠে কারিশমা দেখান তিনি। এ অবস্থায় তাকে নাকি দুটি প্রশ্নের মুখোমুখি হতে হয় বেশি। কী সেটা? প্রথমটি হলো, কবে অবসর নেবেন তিনি? দ্বিতীয়টি, ২০২৬ বিশ্বকাপে কি খেলবেন?
গণমাধ্যমকে আর্জেন্টাইন গ্রেট জানান, ২০২৬ বিশ্বকাপে তার খেলা না–খেলা নিয়ে আর্জেন্টিনায় সবচেয়ে বেশি প্রশ্নের সন্মুখীন হতে হয়। সম্প্রতি ৪৩৩ অ্যাপে প্রকাশিত এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)। অনেক প্রশ্ন হয় এ নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। আমি এ বছর ভালোভাবে শেষ করতে চাই, এরপর পরের বছরের প্রাক্–মৌসুম ভালোভাবে শুরু করতে চাই, প্রচুর ভ্রমণের জন্য যেটা গত বছর পারিনি।’
মেসি এরপর বলেন, ‘(প্রাক্–মৌসুম ভালোভাবে শুরুর পর) আমি কেমন করছি, কেমন অনুভব করছি, সেটা বোঝার চেষ্টা করব। (২০২৬ বিশ্বকাপের) আমরা যেমন কাছাকাছি রয়েছি, তেমনি সময়ও হাতে আছে অনেক এবং ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি, এর বাইরে ভাবছি না।’
কাতার বিশ্বকাপের পরেও মেসি রয়েছেন দারুণ ছন্দে। জাতীয় দল ও ইন্টার মায়ামির হয়ে একের পর এক গোল ও অ্যাসিস্ট করেই যাচ্ছেন মেসি। আর্জেন্টিনার হয়ে জিতেছেন টানা দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপাও। কোপার ফাইনালে চোট পাওয়ায় বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। তবে চোট থেকে ফিরে আগের চেয়ে আরও ভয়ংকর রূপেই ফিরেছেন মেসি। আর্জেন্টিনা ও মায়ামির হয়ে পেয়েছেন টানা হ্যাটট্রিকও। তার এমন পারফরম্যান্সে অনেকেই বলছেন, মেসির উচিত ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলে যাওয়া।