লুইসের তাণ্ডবে উড়ে গেল ইংল্যান্ড
শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরে আসার পর এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচেই এভিন লুইসের তাণ্ডবে ইংল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে গতকাল মাঠে নেমেছিল ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ইংলিশরা ব্যাট হাতে সুবিধা করে ওঠতে পারেনি। দলীয় ৩৯ রানেই বিদায় নেন ওপেনার ফিল সল্ট। এরপর উইল জ্যাকস, জর্ডান কচ, জ্যাকব বেথেলরাও ভালো করতে পারেননি।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক লিয়াম লিভিংস্টোন। এ ছাড়া স্যাম কারান খেলেছেন ৩৭ রানের ইনিংস। ক্যারিবীয়দের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন গুদাকেশ মোতি, তিনি একাই নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া ২ উইকেট পেয়েছেন ম্যাথু ফোর্ড, জেডেন সিলস ও আলজারি জোসেফ। ফলে ৪৫.১ ওভারেই অল আউট হয় ইংলিশরা, দলীয় সংগ্রহ তখন ২০৯ রান।
আরও পড়ুন: মোস্তাফিজকে ছেড়ে দিল চেন্নাই
২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ক্যারিবীয় ওপেনার শুরুটা করেছিলেন দেখেশুনে। প্রথম পাওয়ার প্লে তে ব্র্যান্ডন কিং ও এভিন লুইস স্কোরবোর্ডে তোলেন ৪৯ রান। ১৪তম ওভারে নিজের অর্ধশতক পূরণ করেন লুইস, ৪৬ বলে ৫০ রান করেন তিনি। ১৫ ওভারে কারিবীয়দের দলীয় রান যখন ৮১ তখনই নামে বৃষ্টি।
বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল প্রায় ১ ঘণ্টা। এরপর খেলা শুরু হলে ক্যারিবীয়দের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৫৭ রানের। এরপরই মারকুটে ব্যাটিং শুরু করেন লুইস। দলীয় ১১৮ রানে কিং ৫৬ বলে ৩০ রান করে ফিরলেও দলকে জয়ের কাছাকাছি নিয়ে গেছেন লুইসই। ৬৯ বলে ৯৪ রান করেছেন তিনি, ৫টি চারের সঙ্গে মেরেছেন ৮টি ছক্কাও।
আরও পড়ুন: সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন ড. ইউনূস
সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে আদিল রশিদের বলে জ্যাকব বেথেলেও মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরেন লুইস, তবে লুইস ফিরলেও ৫৫ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় তুলে নেয় ক্যারিবীয়রা।