মোস্তাফিজের আইপিএল শঙ্কা, নতুন দল পাবেন কী?
২০১৬ সালে আইপিএলে অভিষেকের পর থেকে কোনো দলেই বেশি দিন খেলা হয়নি বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। প্রথম আসরে চমক দেখালেও পরের আসরগুলোয় পারফরম্যান্স তত ভালো ছিল না তার। যার ফলে প্রতিবারই দল পাল্টাতে হয়েছে তাকে। সর্বশেষ দল চেন্নাইয়ে জায়গা হচ্ছে না তার। এ অবস্থায় ২০২৫ আইপিএলে দল না পাওয়ার শঙ্কা আছে কাটার মাস্টারের।
সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটাল, চেন্নাই সুপার সুপার—২০১৬ সালে আইপিএলে অভিষেকের পর থেকে এ বছর সর্বশেষ আসর পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন মোস্তাফিজুর রহমান। ২০২৫ আইপিএলে কোন দলে খেলবেন টাইগার পেসার?
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর যা খবর, তাতে বাংলাদেশের বাঁহাতি পেসারের আগামী মাসে নিলামে ওঠার বিষয়টি একরকম নিশ্চিত।
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ আইপিএল সামনে রেখে মেগা (বড় পরিসরের) নিলামের আগে পাঁচ খেলোয়াড়কে ধরে রাখবে চেন্নাই। তারা হলেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, হার্ড হিটার শিবম দুবে ও লঙ্কান পেসার মাতিশা পাতিরানা।
পাঁচজনের সঙ্গে এনডিটিভি আরেক বিদেশির নাম যুক্ত করেছে—নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ড্যারিল মিচেল। অর্থাৎ মোস্তাফিজকে ছেড়ে দিচ্ছে চেন্নাই। যদিও খেলোয়াড় ধরে রাখা–না থাকা নিয়ে এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ভারতের তামিলনাড়ু রাজ্যের ফ্র্যাঞ্চাইজিটি।
নিয়ম অনুযায়ী, মেগা নিলামের আগে একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ছয়জন খেলোয়াড় ধরে রাখতে পারে। তবে মোস্তাফিজকে চেন্নাই যদি ছেড়েও দেন, নিলাম থেকে আবারও কেনার সুযোগ আছে তাদের। আগ্রহ দেখা পারে তার পুরোনো দলগুলোরও। আর কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, লক্ষ্ণৌ সুপার জায়ান্ট, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানসের কেউ আগ্রহ দেখালে আইপিএলে নিজের ষষ্ঠ ঠিকানা খুঁজে পাবেন মোস্তাফিজ।
গত বছর ডিসেম্বরের নিলামে ২ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় চেন্নাই। দলটির হয়ে ৯ ম্যাচে ২২.৭১ গড়ে ১৪ উইকেট নেন এই পেসার। তবে বোলারদের জন্য আতঙ্ক হয়ে থাকা মৌসুমে তিনিও ছিলেন বেশ খরুচে। ইকোনমি রেট ছিল ৯.২৬। এ অবস্থায় মোস্তাফিজ নতুৃন কোন দল পাবেন কে জানে।