ছাদ খোলা বাসে চ্যাম্পিয়ন মেয়েদের যাত্রা শুরু, যে পথে যাবে বাস
বিমানবন্দরে এসে পৌঁছানোর ঘণ্টাখানেক পরে ছাদ খোলা বাসে যাত্রা শুরু করল সাফ শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। বিমানবন্দর থেকে সাবিনা খাতুনদের গন্তব্য মতিঝিলের বাফুফে ভবন।
নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাফের শিরোপা নিয়ে আজ বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে দেশে পা রাখেন সাবিনা-ঋতুপর্ণারা। টানা দ্বিতীয়বার সাফ জয়ের আনন্দ সারা দেশের মানুষের সাথে ভাগাভাগি করে নেয়ার প্রস্তুতি সারা হয়েছে। আয়োজন করা হয়েছে ছাদখোলা বাসে সংবর্ধনার। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে রওনা করে বাফুফে ভবনে যাবেন বিজয়ীরা।
ছাদখোলা বাসে শিরোপা উল্লাস করতে করতে যে পথ দিয়ে যেয়ে থাকবেন টাইগ্রেসরা দেখে নিন। বিমানবন্দর — এক্সপ্রেসওয়ে — এফডিসি — সাত রাস্তার মোড় — মগবাজার ফ্লাইওভার — কাকরাইল — পল্টন — নটরডেম কলেজ —শাপলা চত্বর — বাফুফে ভবনে।
সাফ নারী চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের এটি টানা দ্বিতীয় শিরোপা। ২০২২ সালে যেখানে রচিত হয়েছিল নতুন গল্প, নেপালের সেই দশরথ রঙ্গশালা স্টেডিয়ামেই ফের গল্পের নতুন অধ্যায় লিখল বাংলাদেশ। স্বাগতিক নেপালকে বুধবারের (৩০ অক্টোবর) ফাইনালে ২-১ গোলে হারায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে গোল করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।
গত আসরের ফাইনালেও নেপালকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় দল হিসেবে ধরে রাখল দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব। কাল চ্যাম্পিয়ন হয়ে আজ বৃহস্পতিবারই (৩১ অক্টোবর) দেশে ফিরেছে বাংলাদেশ দল। কাঠমান্ডু থেকে দুপুর আড়াইটার পর হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে দল।
সেখান থেকে ছাদখোলা বাসে করে যাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। গতবার প্রথমবারের মতো সাফ শিরোপা জয়ের পর ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল বাংলার মেয়েদের। এবারও একই সম্মান পাচ্ছেন তারা। বাফুফেতে তাদের সংবর্ধনা দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।