৮ উইকেটে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ, পিছিয়ে ৪৩৮ রানে
ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয় ৭ উইকেটে। তাই সাগরিকায় দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচাতে মাঠে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে এখানেও হতাশ করেছে শান্ত-মিরাজরা। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ১৩৭ রান। মুমিনুল ৭৪ এবং তাইজুল ১৮ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকা থেকে এখনও বাংলাদেশ পিছিয়ে ৪৩৮ রানে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ৪ উইকেটে ৩৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। মুমিনুল হক ৬ রান এবং নাজমুল হাসান শান্ত ৪ রান দিয়ে শুরু করেছিলেন। তবে ৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন শান্ত (৯)। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিমও।
এদিন স্কোরবোর্ডে ১০ রান যোগ করতেই আরও চার উইকেট হারায় টাইগাররা। ফলে ৪৮ তুলতেই ৮ উইকেট হারিয়ে অল্পতেই অলআউট হওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। সেখান থেকে অবিশ্বাস্য এক জুটি গড়ে বিপর্যয় সামাল দিয়েছেন মোমিনুল-তাইজুল। ৯ম জুটিতে দারুণ ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকান বোলারদের হতাশায় ডুবিয়েছেন এই জুটি।
রাবাদা-মহারাজদের সামলে এই জুটি দলের স্কোর ১০০ পার করেছেন। মোমিনুল-তাইজুল জুটি লাচ পর্যন্ত তুলেছে ৮৯ রান। ৮ চার ও এক ছক্কায় ৭৪ রান করে অপরাজিত আছেন মোমিনুল। তাকে দারুণভাবে সঙ্গ দিচ্ছেন তাইজুল, তিনি অপরাজিত আছেন ১৮ রানে।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছে ৫৭৫ রান। এই টেস্টে ফলোঅন এড়াতে হলে বাংলাদেশকে প্রথম ইনিংসে অন্তত ৩৭৬ রান করতে হবে।