জাতীয় দলের সহকারী কোচ হচ্ছেন সালাউদ্দিন
জাতীয় দলের নতন হেড কোচ ফিল সিমন্স। এখনও সবকিছু চেনাজানা হয়নি তার। এ অবস্থায় তার সহকারী কোচ নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। সিমন্সের ডেপুটি হিসেবে কে কাজ করবেন?
জানা গেছে, বিসিবির পছন্দের তালিকায় আছে মোহাম্মদ সালাউদ্দিনের নাম। দেশসেরা এই কোচকে সহকারী কোচ হিসেবে দেখার সম্ভাবনাও রয়েছে। এ বিষয়ে আজ বুধবার (৩০ অক্টোবর) বিসিবির সভায় সিদ্ধান্ত হতে পারে।
এর আগেও বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে সালাউদ্দিনের। জেমি সিডন্স প্রধান কোচের দায়িত্ব নেওয়ার আগের বছর ২০০৬ সালে জাতীয় দলের সহকারী কোচ হন সালাউদ্দিন, কাজ করেন ২০০৮ সাল পর্যন্ত। ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত।
বিসিবির একটি সূত্র বলছে, সব ঠিক থাকলে আফগানিস্তান সিরিজ থেকেই সিমন্সের সহকারীর দায়িত্ব পেতে পারেন মোহাম্মদ সালাউদ্দিন। এ ব্যাপারে আজকে বিসিবির বোর্ড সভায় সিদ্ধান্ত হওয়ার কথা।
বিসিবি সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে আজ বিকাল সাড়ে ৩টায় মিরপুর শের-ই বাংলার বিসিবি ভবনে হবে এই বৈঠক। ফারুকের দায়িত্ব গ্রহণের পর চতুর্থবারের মতো অনুষ্ঠিত হবে বোর্ড মিটিং। এ মিটিংয়ে আসতে পারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। জাতীয় দলের কোচিং স্টাফে সালাউদ্দিনকে যুক্ত করার সিদ্ধান্তও চূড়ান্ত হতে পারে।