বিসিবির জরুরি সভা আজ, সাকিবকে নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পট-পরিবর্তন যেমন হয়েছে, তেমনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) ব্যাপক রদবদল ঘটেছে। নতুন সভাপতি পদে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের পর থেকেই বেশ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে বিসিবির নতুন পর্ষদ। অনুষ্ঠিত হয়েছে একাধিক বোর্ড সভাও। সবশেষ সেপ্টেম্বরের শেষ সপ্তাহেও বিসিবির সভা বসেছিল। আজ বুধবার (৩০ অক্টোবর ) আবারও বিসিবির সভা হতে যাচ্ছে। এ সভায় আসতে পারে সাকিব আল হাসানকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।
ফারুক আহমেদের সভাপতিত্বে বুধবার বিকেল সাড়ে ৩টায় মিরপুর শের-ই বাংলার বিসিবি ভবনে হবে এই বৈঠক। ফারুকের দায়িত্ব গ্রহণের পর চতুর্থবারের মতো অনুষ্ঠিত হবে বোর্ড মিটিং। যে মিটিংয়ে আসতে পারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
প্রোটিয়াদের বিপক্ষে মিরপুর টেস্ট খেলে ফরম্যাটটি থেকে বিদায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার আগ্রহের কথা বিবেচনায় রেখে তাকে রেখেই দল সাজিয়েছিল বিসিবি। যদিও আন্দোলনের মুখে নিরাপত্তাজনিত কারণে দেশে ফেরা স্থগিত হয়ে যায় তার। পিছু হটে ক্রিকেট বোর্ডও। এ অবস্থায় রাজনৈতিক কারণে দেশের মাঠের ক্রিকেটে ব্রাত্য হয়ে পড়া সাকিব আল হাসান কি থাকবেন আফগানিস্তান সিরিজের ওয়ানডে দলে? বর্তমান পরিস্থিতিতে তার ব্যাপারে বিসিবির অবস্থানই–বা কী হবে?
বিদেশের মাটিতে সাকিব খেলতে পারবেন কি না সেই বিষয়েও সিদ্ধান্ত হতে পারে আজ। চলমান টেস্ট সিরিজ শেষে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে বাংলাদেশ দল। সেখানে ৬ নভেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। সেই সিরিজে সাকিব থাকবেন কি না তা নিয়ে জল্পনা চলছে ক্রিকেটমহলে।
ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানাল, আফগানিস্তান সিরিজেও অনিশ্চিত টাইগার এই অলরাউন্ডার। যদিও স্কোয়াডে রাখা হলে সাকিব খেলার জন্য প্রস্তুত আছেন বলে জানা গেছে।
আসন্ন সিরিজে খেলা প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় বিসিবির কোটে বল ঠেলে দেন সাকিব। ক্রিকবাজকে তিনি বলেন, ‘আমি কীভাবে বলব, এটা তো বিসিবির বলা উচিত।’
বিভিন্ন সূত্র বলছে, সাকিব আল হাসান ওয়ানডে থেকে যেহেতু অবসর নেননি, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে তিনি থাকতেই পারেন। তবে জাতীয় দলে সাকিবের খেলা নিয়ে সরকারি মনোভাবটাও এ ক্ষেত্রে বিবেচ্য হবে বলে ধারণা করা হচ্ছে। সাকিব যদি দেশের মাটিতে না খেলেও বিদেশে হওয়া সিরিজে দলে থাকেন, এ ব্যাপারে বিসিবির ব্যাখ্যাটা তখন কৌতূহলোদ্দীপক বিষয় হবে।