শান্তর অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

নাজমুল হোসেন শান্ত
নাজমুল হোসেন শান্ত  © সংগৃহীত

ঐতিহাসিক ৫ আগস্টের পর থেকে দেশে রাজনৈতিক পট-পরিবর্তন যেমন হয়েছে, তেমনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) ব্যাপক রদবদল ঘটেছে। নতুন সভাপতি পদে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের পর থেকেই বেশ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে বিসিবির নতুন পর্ষদ। অনুষ্ঠিত হয়েছে একাধিক বোর্ড সভাও। সবশেষ সেপ্টেম্বরের শেষ সপ্তাহেও বিসিবির সভা বসেছিল। আজ বুধবার (৩০ অক্টোবর ) আবারও বিসিবির সভা হতে যাচ্ছে। এ সভায় আসতে পারে নানা চূড়ান্ত সিদ্ধান্ত। 

ফারুক আহমেদের সভাপতিত্বে বুধবার বিকেল সাড়ে ৩টায় মিরপুর শের-ই বাংলার বিসিবি ভবনে হবে এই বৈঠক। ফারুকের দায়িত্ব গ্রহণের পর চতুর্থবারের মতো অনুষ্ঠিত হবে বোর্ড মিটিং। যে মিটিংয়ে আসতে পারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।  

চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরুর আগে নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, দেশের হয়ে আর করতে চান না অধিনায়কত্ব। যে কারণে নতুন অধিনায়ক কে হবেন বা শান্তই নেতৃত্বে থাকবেন কি না সেটা নিয়েও হবে সিদ্ধান্ত আজ। এছড়াও, সাকিব আল হাসানের বিষয়েও আসতে পারে নতুন সিদ্ধান্ত।

বিভিন্ন সূত্র বলছে, টেস্ট এবং ওয়ানডের দায়িত্ব দেওয়া হতে পারে মেহেদী হাসান মিরাজকে, টি-টোয়েন্টি দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে শোনা যাচ্ছে তাওহিদ হৃদয়ের নাম। তবে নতুন অধিনায়ক ঠিক করার আলোচনায় আসতে পারে লিটন দাসের নামও।

সংবাদমাধ্যমের খবর, নাজমুল হোসেন নিজেই আর চাচ্ছেন না জাতীয় দলের অধিনায়কত্ব করতে। বিসিবি সভাপতি ফারুক আহমেদকে এ ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। সূত্র জানিয়েছে, মূলত ব্যক্তিগত ও পারিবারিক কারণেই নাজমুলের এমন সিদ্ধান্ত। সঙ্গে নিজের ব্যাটিংয়ে মনোযোগ বাড়ানোও একটা উদ্দেশ্য।


সর্বশেষ সংবাদ