২৯ অক্টোবর ২০২৪, ১৩:২৮

নজরুল কাপের প্রথম চ্যাম্পিয়ন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে জয়ের পর শিক্ষার্থীদের উল্লাস  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ‘নজরুল কাপ-২০২৪’ -এর চ্যাম্পিয়ন হয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ। ফাইনালে দর্শন বিভাগকে ৪-২ গোল ব্যবধানে হারিয়েছে তারা।

সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। গত ২২ সেপ্টেম্বর নজরুল কাপের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মানসিক ও শারীরিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। সবাইকে এমন উৎফুল্ল দেখে আমারও ভালো লাগছে। খেলার এ মাঠটি খুব দ্রুতই সংস্কার করে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এমন টুর্নামেন্টগুলোর আয়োজন করা হবে। আশা করি, আমরা ক্রীড়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পারব। আয়োজনটির সঙ্গে যেসব শিক্ষার্থী যুক্ত ছিলেন, সবাইকে ধন্যবাদ জানান তিনি।

আরো পড়ুন: হাবিপ্রবিকে র‍্যাগিং ও মাদকমুক্ত ক্যাম্পাস ঘোষণা

আয়োজক কমিটির সদস্য সানোয়ার রাব্বি বলেন, বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা দপ্তর থাকলেও গত ৫ বছরে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজন হয়নি। এ কারণে খেলোয়াড়রা মিলে সিদ্ধান্ত নিই, নিজেরাই টুর্নামেন্ট আয়োজন করব। টুর্নামেন্টটি সফল করার জন্য আয়োজক কমিটির সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন। ভবিষ্যতে আরও জাঁকজমকপূর্ণভাবে সাবেক শিক্ষার্থীদের নিয়েও এমন টুর্নামেন্ট আয়োজন করতে চাই।