সিরিজ বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ
ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয় ৭ উইকেটে। তাই সাগরিকায় আজ দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচাতে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল।
মঙ্গলবার (২৯ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয়েছে ম্যাচটি।
মিরপুরে প্রথম টেস্টে খেলার চেয়ে খেলার বাহিরেই যেন দর্শকদের আকর্ষণ ছিল বেশি। সাকিব খেলবেন কিনা! খেললে পরিস্থিতি কেমন হবে?- তবে সব কিছু ছাপিয়ে সাকিব আর বাংলাদেশের পক্ষে ম্যাচ খেলতে নামেনি। তবে তার অভাব খুব একটা অনুভব করতে দেননি টাইগার অলরাউন্ডার মেহেদী মিরাজ। কিন্তু দলের টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা আরেকবার ভুগিয়েছে টাইগারদের। ফলাফল ঘরের মাটিতে ৭ উইকেটে পরাজয়।
অপরদিকে প্রথম ম্যাচে ৭ উইকেটে স্বাগতিক বাংলাদেশকে উড়িয়ে দিয়ে বেশ আত্মবিশ্বাসী প্রতিপক্ষ প্রোটিয়ারা। প্রথম ম্যাচে স্পিন ও সিমের বিপক্ষে ভারসাম্য বজায় রেখে বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেছে সফরকারীরা। তবে চট্টগ্রামে উইকেটে ঘাস রয়েছে তাই স্পিন একটু সর্তকতার সঙ্গে খেলতে হবে। এদিকে ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা তাদের নিয়মিত অধিনায়ক টেম্বা ব্রাভুমাকে সিরিজের শেষ ম্যাচে পাচ্ছে না।
এদিকে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছেন না লিটন দাসও। একই সঙ্গে থাকছেন না স্পিনার নাইম হাসানও। এ দুজনের বদলে আজ খেলবেন জাকির হাসান ও নাহিদ রানা।
২৪ টেস্টের বিপরীতে স্বাগতিকদের জয় মাত্র মাত্র দুটিতে। সর্বশেষ জয়টি এসেছে ২০১৮ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।
দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইন, সেনুরান মুথুসামি, ওয়ায়ান মুল্ডার, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন।