২৯ অক্টোবর ২০২৪, ০৭:৩৫

ব্যালন ডি’অর ২০২৪: কে জিতল কোন পুরস্কার

ব্যালন ডি’অর  © সংগৃহীত

ইউরোপের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ধরা হয় ব্যালন ডি’অর। এবার সব নাটকীয়তা শেষে ২০২৪ ব্যালন ডি’অর জিতলেন স্প্যানিশ ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। সেরা হওয়ার দৌড়ে রদ্রি পেছনে ফেলেন ভিনিসিয়াস ও রিয়ালের আরেক তারকা জুড বেলিংহ্যামকে। তবে শুরু থেকেই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস ‍জুনিয়র।

বাংলাদেশ সময় সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে প্যারিসের থিয়েটার দু শাতেলেতে জাঁকজমকপূর্ণ আয়োজনে মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেয়েছেন রদ্রি। তার হাতে বহুল কাঙ্ক্ষিত এই গোল্ডেন বল তুলে দেন লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট, এসি মিলান কিংবদন্তি ও ১৯৯৫ ব্যালন ডি’অরজয়ী জর্জ উইয়াহ।

এসিএল চোটে বর্তমানে মাঠের বাইরে রয়েছে ২৮ বছর বয়সী ডিফেন্সিভ এ মিডফিল্ডার। ক্রাচে ভর দিয়ে মঞ্চে ওঠেন ব্যালন ডি'অর নিতে। ৬৪ বছর পর এই প্রথম ছেলেদের ব্যালন ডি’অর জিতলেন স্পেনের কোনো খেলোয়াড়। রদ্রির আগে সবশেষ স্প্যানিশদের হয়ে ১৯৬০ সালে এই পুরস্কার জিতেছিলেন লুইস সুয়ারেজ। দ্বিতীয় স্প্যানিশ হিসেবে ছেলেদের বর্ষসেরার এই ট্রফি জিতলেন রদ্রি।

এদিকে, টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি জিতলেন এমিলিয়ানো মার্টিনেজ। সবশেষ কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার পথে বড় অবদান রেখেছেন এই গোলরক্ষক। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন তিনি। 

পুরস্কার জিতে মঞ্চে উঠে এমি বলেন, ‘আবারও সেরা হতে পারাটা আনন্দের। ফুটবলের বাইরেও আমার একটা জীবন আছে। পরিবার, বন্ধু সবাই মিলে তারা আমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। এই সম্মান পেয়ে সত্যিই গর্ববোধ হচ্ছে।

এদিকে মেয়েদের বিভাগে টানা দ্বিতীয়বার বর্ষসেরা ফুটবলার হয়েছেন বার্সেলোনার আইতানা বোনমাতি। পেছনে ফেলেন দুই ক্লাব সতীর্থ কারোলিন গ্রাহাম হানসেন ও সালমা পারায়উয়েলোকে।

এক নজরে দেখে নেয়া যাক ব্যালন ডি’অরসহ অন্যান্য সেরার কে কোন পুরস্কার জিতলেন?

ফুটবলারদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হলো ব্যালন ডি'অর। ফুটবল বিষয়ক সাময়িকী 'ফ্রান্স ফুটবল' এই সম্মাননা দিয়ে থাকে। ১৯৫৬ সালে এটির যাত্রা শুরু হয়েছিল। এবার হলো ৬৮তম ব্যালন ডি'অর অনুষ্ঠান। কালের পরিক্রমায় এটি পরিণত হয়েছে ব্যক্তিগত পর্যায়ে ফুটবলের সর্বোচ্চ পুরস্কারে।

ছেলেদের ব্যালন ডি’অর: রদ্রি (স্পেন/ম্যানচেস্টার সিটি)

মেয়েদের ব্যালন ডি’অর: আইতানা বোনমাতি (স্পেন/বার্সেলোনা)

বর্ষসেরা গোলকিপার (লেভ ইয়াশিন ট্রফি): এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা/আর্জেন্টিনা)

বর্ষসেরা তরুণ খেলোয়াড় (কোপা ট্রফি): লামিনে ইয়ামাল (স্পেন/বার্সেলোনা)

ছেলেদের বর্ষসেরা কোচ (মেনস ইয়োহান ক্রুইফ ট্রফি): কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)

মেয়েদের বর্ষসেরা কোচ (উইমেনস ইয়োহান ক্রুইফ ট্রফি): এমা হেইজ (চেলসি/যুক্তরাষ্ট্র নারী ফুটবল দল)

মেয়েদের বর্ষসেরা ক্লাব: বার্সেলোনা

ছেলেদের বর্ষসেরা ক্লাব: রিয়াল মাদ্রিদ

সক্রেটিস পুরস্কার: হেনি হেরমোসো (স্পেন, তাইগ্রেস ইউএএনএল)