শ্রীলঙ্কার আশা গুঁড়িয়ে এশিয়ার নতুন চ্যাম্পিয়ন আফগানিস্তান

ইমার্জিং টিমস এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো আফগানিস্তান। শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান ‘এ’ দল। দুইবারের চ্যাম্পিয়ন লঙ্কানদের ১৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট আর ১১ বল হাতে রেখে জয় পেয়েছে আফগানরা। রবিবার (২৭ অক্টোবর) ওমানের আল আমিরাত স্টেডিয়ামে টস জিতে ব্যাট নেয় শ্রীলঙ্কা।
ম্যাচের শুরুতে ১৫ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে লঙ্কানরা। এরপর পাভান রত্নায়াকে ও সাহান অ্যারাকচিগের ৫০ রানের জুটিতে সাময়িক স্বস্তি পায় তারা।

লঙ্কানদের হয়ে ৪৭ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অ্যারাকচিগে। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ বলে ২৩ রান করেন নিমেশ ভিমুখথি। শুরুর চাপ সামলে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩৩ রান তোলে শ্রীলঙ্কা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানেরও। প্রথম বলেই আউট হন ওপেনার যুবায়েদ আকবরি। এরপর সিদিকুল্লাহ আতাল ও দারউইশ রাসুলির জুটিতে এগিয়ে যায় আফগানিস্তান।

২০ বলে ২৪ রান করে আউট হন রাসুলি। চারে নেমে ২৭ বলে ৩৩ রান করেন করিম জানাত।

৫৫ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন সিদিকুল্লাহ। ৬ বলে ১৬ রান করে আফগানিস্তানের সহজ জয় তুলে নিতে সহায়তা করেন মোহাম্মদ ইসহাক।


সর্বশেষ সংবাদ