২৬ অক্টোবর ২০২৪, ১২:০৩

ভারতকে হারিয়ে ফাইনালে আফগানিস্তান

উইকেট পাওয়ার পর আফগান বোলারের উদযাপন  © সংগৃহীত

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠেছে আফগানিস্তান। গতকাল সেমিফাইনালে ভারতকে ২০ রানের ব্যবধানে হারিয়েছে তারা। এর আগে প্রথম সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে ওঠে শ্রীলঙ্কা। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানরা।

শুক্রবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয়দের সামনে রানের পাহাড় দাঁড় করায় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান করে আফগানরা। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলতে পারে ভারত।

আরও পড়ুন: ইমার্জিং এশিয়া কাপ : আফগানিস্তানের কাছে হারল বাংলাদেশ

উদ্বোধনী জুটিতে ১৪ ওভারে ১৩৭ রান তোলেন আফগানিস্তানের দুট ওপেনার জুনাইদ আকবরি ও সিদিকুল্লাহ আতাল। জুনাইদ ৪১ বলে ৬৪ রানের ইনিংস খেলে আউট হন। ভারতীয় বোলারদের তুলোধুনো করে ৫২ বলে ৮৩ রান তুলে নেন সিদিকুল্লাহ। ২০ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন করিম জানাত।

২০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৮ রানেই ৩ টপঅর্ডারকে হারায় ভারত। এরপর আয়ুশ বাদানির ২৪ বলে ৩১ আর রামানদ্বীপ সিংয়ের ৩৪ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংসে ১৮৭ রান করতে পারে ভারত।