২৪ অক্টোবর ২০২৪, ২২:১৬

চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের, তাসকিনের বদলি খালেদ

সৈয়দ খালেদ আহমেদ  © সংগৃহীত

চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাসকিন আহমেদের পরিবর্তে এই টেস্টে ডাক পেয়েছেন খালেদ আহমেদ।

২৯ অক্টোবর চট্টগ্রামে হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। সদ্য ঘোষিত ১৫ জনের এই দল থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। ঢাকায় প্রথম টেস্টেও ছিলেন না তিনি। একমাত্র পেসার হিসেবে খেলেন হাসান মাহমুদ।

প্রথম টেস্টে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটে হেরেছে। ২০১৪ সালের পর প্রথমবার এশিয়াতে লাল বলের ক্রিকেট ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা।

স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।