দুঃসময়ে সবারই সাকিবের পাশে থাকা উচিত: মিরাজ
দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তরা অপেক্ষায় ছিলেন তার বিদায়ী ম্যাচ দেখার জন্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলবেন। দেশের মাটিতে ভক্তদের সামনে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন। সবকিছুর ঠিকই ছিল, সাকিবকে নিয়ে দল ঘোষণাও হয়েছিল। তবে পরিস্থিতির কারণে মিরপুরে খেলতে দেশে আসতে পারেননি এই অলরাউন্ডার।
মিরপুর টেস্ট শেষ হয়েছে সদ্যই। ম্যাচটি হতে পারত সাকিব আল হাসানের বিদায়ী টেস্ট। তবে শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি তার নিরাপত্তার স্বার্থে। এটা নিয়ে আক্ষেপ আছে অনেকেরই। মেহেদী হাসান মিরাজের কণ্ঠেও সেই আক্ষেপ ঝরে পড়েছে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে। সাকিবের এমন দুঃসময়ে সবাইকে এই তারকার পাশে চেয়েছেন মিরাজ।
মিরপুর টেস্ট শেষে বৃহষ্পতিবার (২৪ অক্টোবর) সাকিব প্রসঙ্গে মুখ খুলেছেন মেহেদী হাসান মিরাজ। সাকিবের দেশে আসতে না পারা নিয়ে মিরাজ বলেছেন, ‘সাকিব ভাইয়ের ইস্যুটা তো আমরা সবাই জানি। তিনি কেন আসেননি বা খেলতে পারেনি এটা আমার মনে হয় না কারও অজানা। অবশ্যই সাকিব ভাই একজন কিংবদন্তি খেলোয়াড়। তিনি বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছেন। আমরা সবাই এটা জানি। এটা অস্বীকার করতে পারবো না। ’
সতীর্থদের খারাপ সময়টাতে তার পাশে থাকার কথা জানিয়ে মিরাজ বলেছেন, ‘সাকিব ভাই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আমার কাছে মনে হয়, দুঃসময়ে সবারই তার পাশে থাকা উচিত।’