দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচের একটি মুহূর্ত
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচের একটি মুহূর্ত  © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় দিনের শুরুতে ব্যাট করতে নেমেই বিপদে বাংলাদেশ দল। দিনের শুরুতে আগের দিনে অপরাজিত থাকা মুশফিকুর রহিম এবং মাহমুদুল হাসান জয় নামেন ব্যাটিংয়ে। তবে শুরুতে উইকেটের পেছনে কাগিজো রাবাদার বলে ক্যাচ দিয়ে ফেরেন জয়।

পরে রাবাদার ইনসুইংয়ে বলে বোকা বনে বোল্ড হন মুশফিকুর। টেস্টের প্রথম ইনিংসেও মুশফিক অবশ্য এভাবেই বোল্ড হয়েছিলেন।মুশফিক ৩৩ রানে থামেন এর আগে ৪০ রানে বিদায় নেন জয়। মিরপুরে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় এ মুহূর্তে ব্যাট করছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। টাইগারদের সামনে এখন উঁকি দিচ্ছে ইনিংস ব্যবধানে হারের লজ্জা। তেমন হার এড়াতে এখনো প্রয়োজন ৯৪ রান।

আরও পড়ুন: এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্বেই বাংলাদেশের বিদায়

এরপরেই অবশ্য লিটন দাস বিদায় নিয়েছেন। কেশব মহারাজের সুইং করা বল লিটনের ব্যাট-গ্লাভস ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক কাইল ভেরেইনার হাতে। জোরালো আবেদন করেননি কেউই। তবু ভেরেইনার জোরাজুরিতেই কি না নিতান্ত অনিচ্ছায় এইডেন মার্করাম নিলেন রিভিউ। তাতেই আউট হলেন লিটন। ৭ ওভারে ১২ রান তুলতেই বাংলাদেশ হারাল ৩ উইকেট। 

লিটনের আউটের পর ক্রিজে আছেন শেষ দুই স্বীকৃত ব্যাটার মেহেদি হাসান মিরাজ এবং জাকের আলী অনিক। আগের দিনে খেলা বাংলাদেশ শেষ করেছিল ১০১ রানে ৩ উইকেট নিয়ে। আগের দিনের প্রত্যাশাটা বাংলাদেশ হারিয়ে ফেলেছে তৃতীয় দিনের শুরুতেই।


সর্বশেষ সংবাদ