লিড বাড়িয়ে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন শেষে পিছিয়ে ছিল বাংলাদেশ দল। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের মিনিট ১৫ আগেই মাঠে গড়ায়। কেননা গতকাল আলোক স্বল্পতায় আগেই হয়েছিল শেষ। তবে আজ প্রথম ঘণ্টা শেষেও পিছিয়ে টাইগাররা।
কেননা আফ্রিকা দলের কোনো উইকেট আজ প্রথম ঘন্টায় ফেলতে পারেনি বাংলাদেশের বোলাররা। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা নিজেদের সর্বোচ্চ দিয়েই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তকে কাঙ্ক্ষিত সেই সোনার হরিণ উইকেটের দেখা এখনো পাননি। অন্যদিকে বড় লিডের দিকেই এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা দল।
এরই মধ্যে ফিফটি করেছেন কাইল ভেরেইনা। ফিফটি থেকে খুব একটা দূরে নেই উইয়ান মুল্ডারও। দুজনের জুটি এরই মধ্যে রেকর্ডও করেছে। মুল্ডার-ভেরেইনার জুটিতে এখন পর্যন্ত উঠেছে ৯৩ রান। টেস্টে বাংলাদেশের বিপক্ষে সপ্তম উইকেট জুটিতে এটিই দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ।
আরও পড়ুন: হত্যা মামলার আসামি সাকিব, ক্রিকেটীয় ভবিষ্যৎ কী?
এর আগে সর্বোচ্চ ৮০ রানের জুটিতেও ছিলেন মুল্ডার। ২০২২ সালে পোর্ট এলিজাবেথে কেশব মহারাজকে নিয়ে সেই জুটি গড়েছিলেন তিনি। এই প্রতিবেদন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা পার করেছে ২০০ রান। ৬ উইকেটে প্রোটিয়াদের সংগ্রহ এখন ২০১ রান। বাংলাদেশ প্রথম ইনিংস শেষ করেছিল ১০৬ রানে। সরফরকারীদের লিড এখন ৯৫ রানের।