১৬ অক্টোবর ২০২৪, ০৯:০২

দুর্দান্ত ব্রাজিলে বিধ্বস্ত পেরু

জোড়া গোল করেছেন রাফিনহা  © সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুকে ৪-০ গোলে হারিয়ে বড় জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। জোড়া গোল করেছেন রাফিনহা। বাকি দুই গোল আসে আন্দ্রেস পেরেইরা ও লুইস হেনরিকের পা থেকে।

বুধবার (১৬ অক্টোবর) ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায় মাঠে গড়ায় ম্যাচটি।

শেষ ম্যাচে চিলির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছিল সেলেসাওরা। তবে এবার জয় পেতে কষ্ট হয়নি ব্রাজিলের। পেরুকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধে পেনাল্টি থেকে একটি গোল করেন বার্সেলোনার উইঙ্গার রাফিনহা। 

দ্বিতীয়ার্ধে তিন গোল করে ব্রাজিল। যার প্রথমটি আসে পেনাল্টি থেকে। দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করেন রাফিনহা। এরপর একের পর এক সুযোগ তৈরি করেছে সেলেসাওরা। ৬৯ মিনিটে বদলি হিসেবে নামেন আন্দ্রেয়াস পেরেইরা। নামার দুই মিনিটের মাথায় গোল পান তিনি।

আরেক বদলি হিসেবে নামা হেনরিকের পাস থেকে গোল করেন পেরেইরা। আর ৭৪তম মিনিটে ব্রাজিলের বড় জয় নিশ্চিত করেন সেই হেনরিক। এবারের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের এটি পঞ্চম ও টানা দ্বিতীয় জয়। বাছাইপর্বের টানা দুই ম্যাচে জয়ে পয়েন্ট টেবিলে অবস্থান সুসংহত করল ব্রাজিল।

১০ ম্যাচে সমান ১৬ পয়েন্ট নিয়েও উরুগুয়ে থেকে গোল ব্যবধানে পেছনে থাকায় টেবিলের চারে অবস্থান করছে ব্রাজিল।