দেশে ফিরছেন সাকিব
আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে দেশে ফিরছেন দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সঙ্গে বিপিএলের ১১তম আসরেও অংশ নেবেন তিনি। এবারের বিপিএলে চিটাগাং কিংসের হয়ে খেলবেন সাকিব। সরাসরি চুক্তির মাধ্যমে তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লিয়ারেন্স পাওয়ার পরই সাকিবকে চুক্তিতে যুক্ত করা হয়েছে।
চিটাগাং কিংসের মালিক সাব্বির জানিয়েছেন, ‘আমরা সাকিবের জন্য প্রয়োজনীয় ক্লিয়ারেন্স পেয়েছি। বাংলাদেশে খেলার অনুমতি নিশ্চিত হওয়ার পরই তার সঙ্গে চুক্তি করেছি। এছাড়া, রংপুরের সাথেও আলোচনা করে নিশ্চিত হয়েছি যে সাকিবের সঙ্গে তাদের কোনো চুক্তিগত জটিলতা নেই। সব দিক থেকেই সবুজ সংকেত পাওয়ার পরই আমরা তাকে দলে নিয়েছি। আশা করছি, তার অংশগ্রহণে কোনো সমস্যা হবে না।’
তিনি বলেন, সাকিব যুক্তরাষ্ট্রে থাকায় নিলামে উপস্থিত ছিলেন না, তবে দল গঠনে কিছু মূল্যবান পরামর্শ দিয়েছে তিনি। আমরা তার দেওয়া পরামর্শ অনুযায়ী নিলামে অংশ নিয়েছি। সম্মিলিত পরিকল্পনায় দল সাজাতে পেরেছি এবং প্রত্যাশিত খেলোয়াড়দের দলে ভিড়িয়েছি। চিটাগাং কিংস গত ১০ বছর ধরে বিপিএলে অংশ নিচ্ছে। এবারও আমরা বেশ উৎসাহ নিয়ে মাঠে নামছি এবং আশা করছি, সবার প্রত্যাশা পূরণ করতে পারব।’
আরও পড়ুন: বিপিএলে সবচেয়ে বেশি টাকা ঢালছে কোন দল?
দীর্ঘ ৯ বছর পর আবারও বিপিএলে ফিরেছে চিটাগং কিংস। টুর্নামেন্টটির প্রথম দুই মৌসুমে অংশ নেওয়া দলটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আর্থিক সমঝোতা করে এবার বিপিএলে ফিরছে বলে জানা গেছে। দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরে ভালো দল গড়ারই চেষ্টা ছিল তাদের। ড্রাফট থেকে দেশি বিদেশি খেলোয়াড় টানতে দলটি খরচ করেছে প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকা।
উল্লেখ্য, চলতি বছরের শেষদিকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিচ্ছে ৭টি দল।