কিং-লুইসের ঝোড়ো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১০:৫৯ AM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৪, ১০:৫৯ AM
শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এ সিরিজের প্রথম ম্যাচে গতকাল লঙ্কানদের বিপক্ষে মাঠে নেমেছিল ক্যারিবীয়রা। আগে ব্যাট করে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। কামিন্দু মেন্ডিস আর চারিথ আস্লাঙ্কার পঞ্চাশোর্ধ রানের ইনিংসে ৭ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে লঙ্কানরা। তবে ব্র্যান্ডন কিং আর এভিন লুইসের ঝোড়ো ইনিংসে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি আসালাঙ্কার দল।
আগে ব্যাট করতে নেমে দলীয় ২০ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। তৃতীয় ওভারে পাথুম নিশাঙ্কা ফেরার পরের ওভারেই আউট হন কুশল মেন্ডিসও। এরপর কুশল পেরেরাও ফেরেন ব্যক্তিগত ৬ রানেই। দলীয় ৫৮ রানে তিন উইকেট হারানোর পর লঙ্কানদের হাল ধরেন কামিন্দু এ অধিনায়ক আসালাঙ্কা।
ক্যারিবীয় বোলারদের সামলে আসালাঙ্কা ও কামিন্দু গতকাল গড়েছিলেন ৮২ রানের দুর্দান্ত এক জুটি। ৪০ বলে ৫১ রান করেন কামিন্দু, ৩৫ বলে ৫৯ রান করেন আসালাঙ্কা। এই দুজনের মারকুটে ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা।
এদিকে ১৮০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা পেয়েছে দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে ব্র্যান্ডন কিং ও এভিন লুইস স্কোরবোর্ডে তুলেন ১০৭ রান। ৫ চার আর ৪ ছয়ে ২৮ বলে ৫০ রানের বিস্ফোরক ইনিংস খেলে আউট হন লুইস। এরপর শাই হোপও ফিরেন দ্রুতই, ৭ রান করে হোপ আউট হওয়ার পর কিংও আউট হন ব্যক্তিগত ৬৩ রানে।
দলীয় ১২৮ রানে কিং ফেরার পর আরও ২ উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা। তবে রোবম্যান পাওয়েলের ১৮ বলে ১৩, রোস্টন চেজের ১৬ বলে ১৯ আর শেরফান রাদারফোর্ডের ১২ বলে ১৪ রানের ইনিংসের সুবাদে সহজের ৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় ক্যারিবীয়া। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে ক্যারিবীয়রা।