২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৯

বত্রিশেও দুর্বার আমিরের নতুন রেকর্ড

মোহাম্মদ আমির  © সংগৃহীত

ক্রিকেট মাঠে রেকর্ডের পর রেকর্ড গড়েই চলেছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। বয়স ৩২ বয়সে এবার টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে নতুন এক ক্লাবে প্রবেশ করলেন তিনি।

এতদিন পাকিস্তানের পক্ষে ৩৫০ বা তার বেশি টি-টোয়েন্টি উইকেটের মালিক ছিলেন কেবল দুজন। তারা হলেন ওয়াহাব রিয়াজ ও সোহেল তানভির। ৩৪৮ ম্যাচে ৪১৩ উইকেট নিয়ে পাকিস্তানের পক্ষে কুড়ি ওভারের ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি রিয়াজ।

অন্যদিকে ৩৮৮ ম্যাচে ৩৮৯ উইকেট আছে সোহেলের ঝুলিতে। এবার সেই এলিট ক্লাবে তাদের সঙ্গী হলেন আমির। ৩০৫ ম্যাচে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানার বিপক্ষে দুই উইকেট শিকার করার মধ্য দিয়ে এই রেকর্ডে নাম ওঠে অ্যান্টিগা ও বারবুডার হয়ে খেলা আমিরের।

ক্রিকেটে এসেই সবার নজর কাড়েন পাকিস্তানি এই পেসার। আবার ক্রিকেটের অন্ধকারের কানাগলিও তাকে খুঁজে নেয়।

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে পাকিস্তানের তখনকার অধিনায়ক সালমান বাট, পেসার মোহাম্মদ আসিফের সঙ্গে আমিরের বিরুদ্ধেও স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। দোষী প্রমাণিত হওয়ায় সব ধরনের ক্রিকেটে পাঁচ বছর নিষিদ্ধ হওয়া ছাড়াও ছয় মাস কিশোর সংশোধনাগারে কাটাতে হয়েছিল তাকে।

সে সময় ১৮ বছরের তরুণ আমির ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও তখন শাস্তিটা কমানো হয়নি। তবে স্পট ফিক্সিং তদন্তে আকসু কর্মকর্তাদের সব ধরনের সহযোগিতা করায় নির্ধারিত সময়ের অনেক আগেই তাকে মাঠে ফেরার অনুমতি দেয় আইসিসি।

২০১৫ সালে ক্রিকেটে ফিরলেও বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে অবসর নেন আমির। প্রায় সাড়ে তিন বছর পর অবসর ভেঙে চলতি বছর পাকিস্তান দলে ফেরন বাঁহাতি এই পেসার।