শুরুতেই তিন উইকেট নেই ভারতের, সাজঘরে কোহলি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ AM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ AM
চেন্নাইতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বোলিং দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ৪৫ রান তুলতেই টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়েছে ভারত। শুরুতেই হাসান মাহমুদের বোলিং তোপের মুখে পরেছে স্বাগতিকরা। সবগুলো উইকেটও শিকার করেছেন হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বল হাতে দলকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন হাসান মাহমুদ। এই টাইগার পেসার একে একে প্যাভিলিয়নে ফেরান রোহিত শর্মা, শুভমান গিল ও ভিরাট কোহলিকে।
চেন্নাইয়ের লাল মাটির উইকেটে আজ শুরু থেকেই সুইং-বাউন্স পাচ্ছিলেন টাইগার বোলাররা। তাসকিন আহমেদদেরও তাই দেখেশুনেই খেলছিলেন দুই ভারতীয় ওপেনার। ইনিংসের চতুর্থ ওভারে হাসান মাহমুদের বলে একটি বাউন্ডারি হাঁকান রোহিত। পরের ওভারে বাউন্ডারির দেখা পান জয়সোয়ালও। এরপরের ওভারে আবার বোলিংয়ে আসেন হাসান।
হাসানের করা ষষ্ঠ ওভারের প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়ে নাজমুল শান্তর মুঠোবন্দী হয়ে আউট হন রোহিত। এরপর ক্রিজে জয়সোলায়ের সঙ্গী হন গিল। তবে ভারতীয় এই ব্যাটারকেও থিতু হতে দেননি হাসান।
অষ্টম ওভারে ফের হাসান বোলিংয়ে আসলে তৃতীয় বলে আউট হন গিল। লিটন দাসের গ্লাভসবন্দী হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। রহিত-গিল ফেরার পর চার নম্বরে ব্যাটিংয়ে আসেন কোহলি। তবে তিনিও আজ জয়সোয়ালকে সঙ্গ দিতে ব্যর্থ হয়েছেন। দশম ওভারে হাসানের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফিরেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৬ রান।
রেকর্ডের সামনে মুশফিক
আর মাত্র ৯ রান করলেই বাংলাদেশের পক্ষে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন মুশফিকুর রহিম। বর্তমানে এই তালিকায় শীর্ষে আছেন তামিম ইকবাল। তার রান ১৫ হাজার ১৯২। মুশফিকুর রহিমের বর্তমান রান ১৫ হাজার ১৮৪।
নতুন মাইলফলকের হাতছানি
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত একমাত্র ভারতকেই হারাতে পারেনি বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে একটি টেস্ট জিতলেই টেস্ট খেলুড়ে ১০ দলের বিপক্ষে জেতা হবে বাংলাদেশের।