ভারত সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা, নতুন মুখ জাকের
ভারতের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। সবশেষ পাকিস্তান সিরিজের দল থেকে কুঁচকির চোটের কারণে বাদ পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্কোয়াড জানায় বিসিবি। স্কোয়াডের একমাত্র আনক্যাপড খেলোয়াড় জাকের আলী অনিক। কিছুদিন আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১৯২ রানের ইনিংসের পুরস্কার পেলেন তিনি।
সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে। কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর। এরপর ৬, ৯ ও ১২ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ভারত ও বাংলাদেশ কেউই এখনও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেনি। ভারত যে টেস্ট স্কোয়াড দিয়েছে, তা শুধু প্রথম টেস্টের জন্য। সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, জাকের আলী (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান, নাঈম ইসলাম ও খালেদ আহমেদ।
আরও পড়ুন: অনন্য মাইলফলক স্পর্শ করলেন সাকিব
ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জাইসওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশভ পান্ট, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জাসপ্রীত বুমরাহ, যশ দয়াল।