অনন্য মাইলফলক স্পর্শ করলেন সাকিব
বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডারের মধ্যে একজন সাকিব আল হাসান। দেশ-বিদেশে সাকিবের অসংখ্য ভক্ত। অনেক উঠতি ক্রিকেটার অনুসরণ করেন তাকে। সাকিব আল হাসান ব্যতিক্রমি এক চরিত্র। সাকিব বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদ তো বটেই, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে। তবে এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন সাকিব। প্রথমশ্রেণির ক্রিকেটে স্পর্শ করেছেন ৩৫০ উইকেটের মাইলফলক।
বুধবার (১১ সেপ্টেম্বর) কাউন্টি চ্যাম্পিয়নশিপ ‘ডিভিশন ওয়ান’ ম্যাচে সমারসেটের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন ৪ উইকেট। জেমস রিউকে ফিরিয়ে ৩৫০ উইকেটের মাইলফলকটি স্পর্শ করেন বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। এদিন ১০৬তম ম্যাচে এসে প্রথম শ্রেণির ক্রিকেটে সাড়ে তিনশ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব।
সারের হয়ে প্রথম দিন প্রথম ইনিংসে ৯৭ রানে ৪ উইকেট নেন তিনি। ম্যাচের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে টানা ২৫ ওভারের স্পেলে ৮৩ রান দিয়ে তিনি ফের নিয়েছেন ৪ উইকেট। পাঁচ উইকেট নেওয়ার সুযোগও আছে তার সামনে। ৯ উইকেটে ১৯৪ রান নিয়ে শেষ দিনের ব্যাটিং শুরু করবে সমারসেট।
এরমধ্যে আছে দারুণ খেলতে থাকা সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের ছেলে, আর্চি ভনের উইকেট। জেমস রিউকে ফিরিয়ে, প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ উইকেট পূর্ণ করেন সাকিব।
এ ম্যাচ শেষ করে ভারতে যাবেন সাকিব আল হাসান। সেখানে যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে। ভারত সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।