সাকিব যেন আমার মতো হয়রানির শিকার না হন: আমিনুল
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৪ AM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১০ AM
গত ৫ আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মো. রুবেল হত্যার ঘটনায় বদী হয়ে মামলা করেন তার বাবা রফিকুল ইসলাম। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও অনেকের সঙ্গেই আসামী করা হয়েছে জাতীয় দলের তারকা ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকেও। তবে সাকিব যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেই প্রত্যাশাই করেন আওয়ামী লীগের আমলে বিএনপি করায় জেল জুলুমের নির্যাতনের শিকার হওয়া জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
সাকিবের বিরুদ্ধে মামলা নিয়ে চলছে নানা আলোচনা। ফুটবল ক্যারিয়ার শেষ করে তারপর রাজনীতিতে নাম লিখিয়েছিলেন আমিনুল। কিন্তু সাকিব ও মাশরাফী জাতীয় দলে খেলার সময়েই নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য। তাদের বেলা ক্রিকেটার পরিচয়টাই সামনে এলেও তার বেলা সাবেক অধিনায়ক পরিচয় বিবচনায় নেয়া হয়নি বলে মন্তব্য করেন আমিনুল।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমি গত ১৫ বছর ধরে যে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছি, সেটি যেন আর কারও প্রতি না হয়। সাকিবের বিরুদ্ধে একটি মামলা হয়েছে, কিন্তু এই মামলার সূত্র ধরে সাকিবকে যেন কোনো প্রকার হয়রানি না করা হয়, আমি এটাই চাই।’
সাকিবের ব্যাপারে আমিনুল আরও বলেছেন, ‘সাকিব গত জানুয়ারিতে একদলীয় ডামি নির্বাচনে অংশ নিয়ে অপরাধ করেছে বলেই আমি মনে করি। সে নির্বাচনটা ইচ্ছা করলেই এড়াতে পারত, নির্বাচন না করলে তাকে হয়তো এত সমালোচনার শিকার হতে হতো না ‘
তিনি আরও বলেছেন, ‘সাকিবের ব্যাপারেও আমার একই চাওয়া। সে যদি অপরাধী হয়, তাহলে তার বিচার হবে, কিন্তু কোনো ধরনের অন্যায়ের শিকার যেন সে না হয়, এটা নিশ্চিত করতে হবে।’
এই মুহূর্তে পাকিস্তান সফরে থাকা সাকিব খেলেছেন রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও। এই টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ১ উইকেট শিকারের পর ব্যাট হাতে করেছেন মাত্র ২ রান। এর আগে প্রথম টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ হলেও পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করেন। এর আগে প্রথম ইনিংসেও নিয়েছিলেন ১ উইকেট।