৩০ আগস্ট ২০২৪, ০১:০৫

বিসিবির সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হলো

বোর্ড সভা  © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ সভা হয়েছে৷ সভায় শেখ হাসিনা স্টেডিয়ামের দরপত্র বাতিলসহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাত ৮টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সভাপতি ফারুক আহমেদ।

তিনি জানান, বোর্ডের অর্থনৈতিক কর্মকান্ড খুঁটিয়ে দেখা হবে। বিসিবির অভ্যন্তরীন আয়-ব্যয় ও খরচে কতটা স্বচ্ছতা ছিল- তা খুঁটিয়ে দেখতে অডিট হবে। দেশের সেরা ৪ থেকে ৫টি অডিট ফার্মের যে কোন একটি দিয়ে অডিট করানো হবে।

পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামের দরপত্র বাতিল। একই সঙ্গে স্টেডিয়ামের ডিজাইনও বাতিল করা হয়।  বিপিএল যথা সময়ে আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। ৭টা দল নিয়ে এ আয়োজন হতে পারে।

থার্ড ডিভিশন কোয়ালিফাই লিগ আবার চালুর উদ্যোগ। সর্বোচ্চ ২০-২৫ হাজার টাকা এন্ট্রি ফি দিয়ে টুর্নামেন্ট চালু করার সিদ্ধান্ত। 

সভায় স্ট্যান্ডিং কমিটি গঠন হয়নি। তবে বোর্ড পরিচালকদের অবস্থান নিশ্চিত করে স্ট্যান্ডিং কমিটিগুলো গঠন করার সিদ্ধান্ত হয়েছে। 

সভায় ফারুক আহমেদ, নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, ইফতিখার রহমান মিঠু, কাজী ইনাম, ফাহিম সিনহা, মঞ্জুর আলম, সাইফুল ইসলাম স্বপন ও সালাউদ্দীন চৌধুরীসহ মোট ১১ জন পরিচালক উপস্থিত ছিলেন।