২০ আগস্ট ২০২৪, ২০:৪২
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হচ্ছে না
বাংলাদেশ থেকে শেষ পর্যন্ত সরেই যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ? মঙ্গলবার আইসিসির এক ভার্চুয়াল মিটিংয়ের পর এমন ইঙ্গিত পাওয়া গেছে। যদিও আইসিসি এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে যাওয়া অনেকটাই নিশ্চিত বলে আইসিসির সূত্রগুলো জানিয়েছে।
মিটিংয়ে অংশ নেওয়া বোর্ড পরিচালকরা জানান, বাংলাদেশের এই পরিস্থিতিতে সেখানে বৈশ্বিক ইভেন্ট হতে পারে না। মনে করা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বিশ্বকাপ সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। বিশ্বকাপ আমিরাতে হলেও বাংলাদেশ আনুষ্ঠানিক আয়োজক থাকবে।
সিলেট এবং ঢাকায় টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল। এবারের নারীদের টি-২০ বিশ্বকাপে অংশ নেবে ১০ দল। আসরটি সরে আরব আমিরাতে গেলেও দেশটির ক্রিকেট দল আসরে অংশ নিতে পারবে না।