বিসিবি সভাপতি পদেই থাকছেন পাপন!
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার দেশ ছাড়ার খবর চাউড় হওয়ার পর থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার শীর্ষ কর্তারা পদত্যাগ করেছেন। অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন। তবে দেশেই রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এমনকি বিসিবি থেকে তাকে অপসারণের দাবি উঠলেও ২০২৫ সাল পর্যন্ত এ পদেই থাকছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটের হালচাল জানানো ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বোর্ড সভাপতিও আওয়ামী লীগের অন্য অনেক নেতার মতোই দেশত্যাগ করেছেন। যদিও সেই একই প্রতিবেদককে অন্য অনেকগুলো সূত্র জানায়, নাজমুল হাসান পাপন এখনো দেশেই অবস্থান করছেন।
সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমান মেয়াদ অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত নাজমুল হাসান পাপনই বিসিবির সভাপতি। সংসদ সদস্যের পদ হারালেও বোর্ড থেকে সরানোর সুযোগ থাকছে না। কেননা ক্রিকেট বোর্ডের ওপর সরকার বা অন্য কোনো শক্তির উপস্থিতি থাকলে নিষেধাজ্ঞার মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট।
গেল বছর লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরকারি হস্তক্ষেপের অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ‘শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধি-নিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল।’
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের চলাকালীন সময়েই এসেছিল এমন নিষেধাজ্ঞা। দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান বিক্রমাসিংহে পুরো বোর্ডকে বরখাস্ত করে নিয়োগ দিয়েছিল সাত সদস্যের অন্তবর্তী এক কমিটিকে। যার কারণে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজকের মর্যাদাও কেড়ে নেয়া হয়েছিল। বাংলাদেশের বোর্ডেও এমন অযাচিত হস্তক্ষেপের কারণে আসতে পারে নিষেধাজ্ঞা।