ফেসবুকে এমন পোস্ট দিয়ে কী বোঝালেন মাহমুদুল্লাহ রিয়াদ?

ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ
ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ  © ফাইল ফটো

শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে চুপ রয়েছেন জাতীয় দলের সব ক্রিকেটার। এ নিয়ে তাদের অনুরাগী, ভক্ত ও সমর্থকদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। অবশেষে আজ শনিবার রাতে চলমান আন্দোলন নিয়ে নিয়ে মুখ খুললেন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন জাতীয় দলের এই অলরাউন্ডার। এতে তিনি লিখেছেন, আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইনশাআল্লাহ। আমরা সবাই চাই ন্যায় বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায় বিচারক।

ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন— ওই স্ট্যাটাস দিয়ে ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ আসলে কী বোঝাতে চাইলেন? 

নেটিজেনদের বড় একটি অংশের মতে, মাহমুদউল্লাহ রিয়াদ আন্দোলনকারীদের নাকি ক্ষমতাসীনদের ইঙ্গিত করে কিছু একটা বলতে চাইলেন। বিষয়টি পরিষ্কার করলে ভালো হতো।

আবরার ফায়াজ নামে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, এখন তো অন্তত সরাসরি কথা বলেন!


সর্বশেষ সংবাদ