আর্জেন্টিনার হয়ে ৫০ শতাংশ পেনাল্টি বাঁচিয়েছেন মার্টিনেজ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ১০:০১ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৪, ১০:০৫ AM
আবারো আর্জেন্টিনার ত্রাণকর্তা হিসেবে আত্মপ্রকাশ করলেন এমিলিয়ানো মার্টিনেজ। পেনাল্টি শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে সেমিফাইনালে ওঠিয়ে দিলেন এই গোলরক্ষক। আর্জেন্টিার হয়ে এখন পর্যন্ত মোট ২৪টি পেনাল্টি শটের দায়িত্ব পরে তাঁর উপর যার মধ্যে ১২টিই তিনি রক্ষা করতে পেরেছিলেন। এছাড়া বাকীগুলোর মধ্যে ২টি অফ টার্গেট, ১টি গোলবারে স্পর্শ করে এবং ৯টি সেভ করতে পারেন।
বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা পেনাল্টি শুট আউটে ৪-২ গোলে পরাজিত করেছে। মেসি মিস করলেও গোলরক্ষকই দলকে এগিয়ে নেন। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর এই পেনাল্টি শুটের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে নায়ক হয়ে উঠেছিলেন এমিলিয়ানো মার্টিনেস। আর্জেন্টিনার গোলরক্ষক না থাকলে হয়তো কাতারে বিশ্বকাপ জেতাই হতো না লিওনেল মেসির। শুক্রবার সকালেও নায়ক সেই মার্তিনেস। টাইব্রেকারে তিনিই জেতালেন দলকে।