কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ কবে কখন, দেখে নিন
দক্ষিণ আমেরিকা মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা শুরু হয়েছে। গ্রুপ পর্বের লড়াই শেষে কোপায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা, ইকুয়েডর, ভেনেজুয়েলা, কানাডা, কলম্বিয়া, পানামা, উরুগুয়ে, ব্রাজিল। মূলত কোপা আমেরিকায় ফুটবল প্রেমীদের নজর থাকে দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের দিকে।
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের আট দলের সাতটি নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। বাংলাদেশ সময় আজ বুধবার (৩ জুলাই) সকালে কলম্বিয়ার সঙ্গে ড্র করে করে অষ্টম দল হিসেবে শেষ আট খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। আসুন দেখে নিই এই টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের ম্যাচ কবে, কখন।
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে শুক্রবার (০৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় হিউস্টনে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইকুয়েডর। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
পরের দিন শনিবার (৬ জুলাই) সকালে ‘এ’ গ্রুপের রানার্স আপ কানাডা খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভেনেজুয়েলার বিপক্ষে। গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে ভেনেজুয়েলা। অন্যদিকে এক জয়, এক ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা পেয়েছে কানাডা।
রোববার (০৭ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় পানামা লড়বে কলম্বিয়ার বিপক্ষে। একই দিন সকাল ৭টায় শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে। ম্যাচটি অনুষ্ঠিত হবে লাস ভেগাসে। মার্সেলো বিয়েলসার অধীনে যে দলটি এবারের আসরের অন্যতম ফেবারিট। ফেডে ভালভার্দে, রোনাল্ড আরাউহো কিংবা ডারউইন নুনিয়েজদের সামনে এবার আরেক পরীক্ষা দিতে হবে সেলেসাওদের।
সেমিফাইনালিস্ট চূড়ান্ত হয়ে গেলে বাংলাদেশ সময় ১০ ও ১১ জুলাই সকালে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে দলগুলো। ১৫ জুলাই মায়ামিতে হবে ফাইনাল। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।