উড়তে থাকা কলম্বিয়ার বিপক্ষে যেমন হতে পারে ব্রাজিলের একাদশ
উড়তে থাকা কলম্বিয়া বিপক্ষে কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। আগামীকাল বুধবার (৩ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা দারুণ ফর্মে থাকা কলম্বিয়ার মুখোমুখি হবে। কলম্বিয়া এরই মধ্যে নিশ্চিত করেছে শেষ আট।
কোয়ার্টার ফাইনালে যেতে ড্র করলেও হবে সেলেসাওদের। তবে হারলে তাকিয়ে থাকতে হবে কোস্টারিকা-প্যারাগুয়ে ম্যাচের দিকে। মেলাতে হবে সমীকরণ। বুধবার (৩ জুলাই) টেক্সাসের কিউটু স্টেডিয়ামে সকাল সাতটায় শুরু হবে এই ম্যাচ। একই সময় ক্যালিফোর্নিয়ায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকায় টিকে আছে সেলেসাওরা। খোলা আছে কোয়ার্টার ফাইনালের দুয়ার। সেজন্য, কলম্বিয়ার বিপক্ষে ড্র করলেই চলবে সাবেক চ্যাম্পিয়নদের। কিন্তু হারলে শঙ্কা। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ডি গ্রুপে টেবিলের দুইয়ে ব্রাজিল। এক পয়েন্ট নিয়ে তিনে কোস্টারিকা।
ভিনিসিয়ুস জুনিয়র-রদ্রিগো-লুকাস পাকেতাদের ফর্ম আশা জাগালেও দুশ্চিন্তার নাম ব্রাজিলের অধরাবাহিকতা ও ভঙ্গুর রক্ষণ। শেষ দশ ম্যাচে মাত্র তিন জয় সেলেসাওদের। ক্লিনশিট মাত্র একটি। সবশেষ বিশ্বকাপ বাছাইয়ে হারলেও হেড টু হেডে এগিয়ে ব্রাজিল। দুই দলের ২৩ দেখায় মাত্র দুই জয় কলম্বিয়ারা। ১৩টিতে ব্রাজিল। এবার সে পার্থক্য আরও বাড়ানোর সুযোগ সেলেসাওদের।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ- অ্যালিসন বেকার; দানিলো, গ্যাব্রিয়েল ম্যাগালায়েস, মারকুইনোস, গ্লেইসন ব্রেমের; জোয়াও গোমেস, ব্রুনো গিমারেস, আন্দ্রেস পেরেইরা; স্যাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো।