২৫ জুন ২০২৪, ০৮:১৫

টার্গেট ১১৬, সেমিতে যেতে কত ওভারে জিততে হবে বাংলাদেশকে

সেমিতে যেতে কত ওভারে জিততে হবে বাংলাদেশকে  © সংগৃহীত

বিশ্বকাপে বাংলাদেশের ইকুয়েশন মিলিয়ে কোনো খবর প্রকাশিত হলেও এখন বয়ে যায় ট্রলের বন্যা। কেউ কেউ মজা করে জানতে চান, কোনো ম্যাচ না জিতেও বিশ্বকাপ জেতা যাবে এমন কোনো সমীকরণ আছে কি? তবে এবার সেই সমীকরণেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটা এখনো দেখছে বাংলাদেশ। সেজন্য অবশ্য কিছুটা ওভার কম পাচ্ছে। সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে ১২.১ ওভারে আফগানিস্তানকে টপকাতে হবে।

মঙ্গলবার (২৫ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ও আফগানিস্তান। টাইগারদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬ টায়।

প্রথম ১০ ওভার খুব বেশি রান  তুলতে না পারলেও কোনো উইকেট হারায়নি আফগানিস্তান। ১১তম ওভারে গিয়ে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ। টাইগারদের প্রথম সাফল্য এনে দেন রিশাদ। জায়গা বানিয়ে তুলে মেরেছিলেন ইব্রাহিম। লং অফ থেকে নিজের বাঁয়ে অনেকটা ছুটে বেশ ভালো ক্যাচ নিয়েছেন তানজিম হাসান। ৫৯ রানে থেমেছে আফগানিস্তানের ওপেনিং জুটি।

তবে এরপর বেশ আঁটসাঁট বোলিংই করেছেন টাইগার বোলাররা। অবশেষে রিশাদ হোসেনের হাত ধরে আসে প্রথম উইকেট। জমে উঠা আফগানদের ৫৯ রানের উদ্বোধনী জুটি ভেঙেছেন তিনি। ১০. ৪ ওভারে তানজিমের ক্যাচ বানিয়ে ফেরান ইবরাহিমকে। ২৯ বলে ১৮ করে আউট হন এই ব্যাটার। ইবরাহিম আউট হতেই চাপ আরও বাড়ে আফগানদের। পরের ১৮ বলে আসে মাত্র ৪ রান! সেই চাপ ধরে রেখে দ্রুত আরো কয়েকটা উইকেট তুলে নেয় টাইগাররা। 

মোস্তাফিজ এই ফাঁকে ফেরান আজমতুল্লাহ ওমরজাইকে। ১২ বলেন ১০ রান আসে তার ব্যাটে। পরের ওভারে আবারো দৃশ্যপটে রিশাদ। ১৬.১ ওভারে থিতু হয়ে যাওয়া গুরবাজকে ভয়ংকর হয়ে উঠার আগেই ফেরান তিনি। ৫৫ বলে ৪৩ রানে আউট হন গুরবাজ।এক বল পর গুলবাদিন নাইবকেও (৪) ফেরান এই লেগ স্পিনার। পরের ওভারে তাসকিনের শিকার হ মোহাম্মদ নাবি (১)। শেষ দিলে রাশিদ খানের ১০ বলে ১৯* রানের ঝড়ে ১১৫ পর্যন্ত পৌঁছাত আফগানিস্তান। ৩ উইকেট নেন রিশাদ।

হাইভোল্টেজ এ ম্যাচের ওপর কার্যত তিনটি দলের ভাগ্য নির্ভর করছে। গত রাতে অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। তবে এখনও এই গ্রুপের বাকি তিন দলের সুযোগ আছে। সুযোগ থাকলেও বাংলাদেশের জন্য কাজটি বেশ কঠিন। সেমিতে যেতে আফগানদের হারানোর পাশাপাশি নেট রানরেটের দিকেও নজর দিতে হবে। বর্তমানে অস্ট্রেলিয়ার নেট রানরেট -০.৩৩১। অন্যদিকে বাংলাদেশের নেট রানরেট -২.৪৮৯।

যেহেতু বাংলাদেশ আগে ফিল্ডিং করছে। তাই রান ব্যবধানে জয়ের কোনো হিসাব-নিকাশ আর করতে হচ্ছে না। এখন বল ব্যবধানে জিততে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। ধরা যাক, বাংলাদেশকে ১৪০ রানের টার্গেট ছুঁড়ে দিলো আফগানরা। তাহলে বাংলাদেশকে সেটি ১২ দশমিক ৩ ওভারেই মধ্যেই পেরোতে হবে। শেষ বলে ছক্কা হাঁকালে অবশ্য ১৩ দশমিক ১ ওভার পর্যন্ত সুযোগ পাবে বাংলাদেশ।

আপাতত বৃষ্টির কারণে বন্ধ রয়েছে ম্যাচ। যদি বৈরি আবহাওয়ার কারণে ওভার কমিয়ে ১৫ ওভারের ম্যাচ হয় সেক্ষেত্রে বাংলাদেশকে ম্যাচ জিততে ৭.২ ওভারে করতে হবে ৯৪ রান। এর কম রানের ব্যবধানে যদি আফগানিস্তানকে হারায় বাংলাদেশ সেক্ষেত্রে সেমিফাইনালে যাবে অস্ট্রেলিয়া।