পল স্টার্লিংকে ছাড়িয়ে যেতে আরও একটা ডাক দরকার সৌম্যের
অফ ফর্মে ভোগা সৌম্য সরকারের বিশ্বকাপে দলে সুযোগ পাওয়ায় আলোচনা হয়েছিল বেশ। তবে প্রথম ম্যাচে সৌম্য শূন্য রানে আউট হয়ে আলোচনার আগুনে যেন ঘি ঢেলেছিলেন। গুরুত্বপূর্ণ এই ম্যাচ বদলায়নি সৌম্য সরকারের রান। প্রথম ম্যাচে তিনি ফিরেছেন খালি হাতে। এতে এখন পর্যন্ত ১৩ বার ডাক মেরে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সবচেয়ে বেশি সংখ্যকবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড। আরও একটা ডাক মারলে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিংকে ছাড়িয়ে শীর্ষস্থানে যাবেন সৌম্য সরকার।
শনিবার (৮ জুন) ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১২৫ রান। এই রান তাড়া করতে নেমে শূন্য রানে আউট হন সৌম্য। ধনঞ্জায়া ডি সিলভার বলে ক্যাচ তুলে দিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গার মুঠোবন্দী হয়ে আউট হন তিনি। ক্যাচ দেওয়ার আগে নামের পাশে রান তুলতে পারেননি সৌম্য।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বেশি সংখ্যকবার শূন্য রানে আউটের রেকর্ড সৌম্যর একার দখলে নেই। আইরিশ অধিনায়ক পল স্টার্লিংও ১৩ বার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হয়েছেন। সৌম্যর ম্যাচসংখ্যা ৮৪টি। শূন্য রানে আউট হওয়ার তালিকার দুইয়ে আছেন রুয়ান্ডার কেভিন ইরাকোজে, আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়েন ও ভারতের রোহিত শর্মা। তাই তাদেরও লজ্জার বিশ্বরেকর্ডের শঙ্কা বা সম্ভাবনা আছে।
বাংলাদেশ ক্রিকেটে কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রিয় শিষ্য সৌম্য সরকার। বাংলাদেশের ক্রিকেটে সৌম্যের উত্থান এই হাথুরুর কারণেই। এমনকি সবচেয়ে খারাপ সময়েও এই ব্যাটসম্যানের পাশে থাকেন লঙ্কান কোচ। যদিও আজকে ব্যাট হাতে শুন্য রান।
এদিকে, জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন তাঁরা আজ ১২০ ভাগ দিয়েছেন। তবে স্বীকার করেছেন, দলের অধিকাংশ ব্যাটসম্যান ভালো ব্যাটিং করেননি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এসে শান্ত বলেছেন, ‘সবার শরীরী ভাষা আজ ভালো ছিল। আমরা ১২০ ভাগ দিয়েছি। গত ১০-১৫ দিন ধরে আমরা পরিকল্পনা করেছি এবং ফিল্ডাররা তাদের কাজ করেছে।’
আরও পড়ুন: বিশ্বকাপের প্রথম ম্যাচে হারতে হারতে জয় বাংলাদেশের
ম্যাচ সেরা হয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ওদিকে মোস্তাফিজের ৩ উইকেট শ্রীলঙ্কার রানের স্রোত আটকে দিয়েছে। তবে অধিনায়ক আলাদা করে দুজন ব্যাটসম্যানের প্রশংসা করেছেন, ‘লিটনের গত কিছুদিন ভালো যায়নি, তবে আজ তাঁর স্কিল দেখিয়েছেন। হৃদয় খুব সাহসী ছিল আজ যেভাবে খেলেছে সেটা সাহায্য করেছে। সমর্থকদের পেয়ে আনন্দিত। আশা করি তাঁরা আবার এসে আমাদের সমর্থন দেবেন।’