দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কে কার মুখোমুখি

দ্যা ডেইলি ক্যাম্পাস গ্রাফিক্স
দ্যা ডেইলি ক্যাম্পাস গ্রাফিক্স

আগামী ২ জুন যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে বসছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। প্রথমবার ২০ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার-ছক্কার এই টুর্নামেন্ট। চার গ্রুপে ভাগ হয়ে মোট ২০টি দল লড়াই করবে শিরোপার জন্য। প্রতিটি গ্রুপে দল রয়েছে ৫টি করে। গ্রুপপর্ব চলবে ১৮ জুন পর্যন্ত। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল উঠবে সুপার এইটে। ২৬ জুন গায়ানায় হবে প্রথম সেমিফাইনাল, পরদিন (২৭ জুন) ত্রিনিদাদে দ্বিতীয়টি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ জুন। 

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে যুক্তরাষ্ট্র ও ভারতকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম অফিসিয়াল প্রস্তুতিমূলক ম্যাচে কাল (মঙ্গলবার) মুখোমুখি হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। ১ জুন নিউইয়র্কে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে নামবে টাইগাররা। 

বাংলাদেশ দুইটি প্রস্তুতি ম্যাচ খেললেও অনেক দল খেলবে কেবল একটি মাত্র ম্যাচ। গত আসরের সেমিফাইনালিস্ট ভারত প্রস্তুতি ম্যাচ খেলবে একটি। আবার দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রস্তুতি ম্যাচে কোনো প্রতিপক্ষের বিপক্ষে নামছে না। নিজেদের স্কোয়াডের মাঝেই তারা ম্যাচ খেলবে।

প্রস্তুতি ম্যাচের সূচি- 
২৮ মে
শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা 
বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা

২৯ মে
অস্ট্রেলিয়া বনাম নামিবিয়া, বাংলাদেশ সময় ভোর ৫টা 
দক্ষিণ আফ্রিকা আন্তঃস্কোয়াড ম্যাচ, বাংলাদেশ সময় রাত ৯টা 
আফগানিস্তান বনাম ওমান, বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা 

৩০ মে
স্কটল্যান্ড বনাম উগান্ডা, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা 
নেপাল বনাম যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা  

৩১ মে
নামিবিয়া বনাম পাপুয়া নিউ গিনি, বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিটি 
নেদারল্যান্ড বনাম কানাডা, বাংলাদেশ সময় রাত ২টা  
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া, বাংলাদেশ সময় ভোর ৫টা  
আয়ারল্যান্ড বনাম শ্রীলঙ্কা, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা  
স্কটল্যান্ড বনাম আফগানিস্তান, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা  

১ জুন
ভারত বনাম বাংলাদেশ, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা  

এবারের আসরে ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। এরপর ১০ জুন দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস ও ১৭ জুন নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন: দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলের চূড়ান্ত স্কোয়াড ও পূর্ণাঙ্গ সূচি

যেভাবে দেখবেন প্রস্তুতি ম্যাচ 
মূল আসর শুরুর আগে দলগুলো ১৬টি প্রস্তুতি ম্যাচ খেললেও সেগুলোর সবগুলো সরাসরি সম্প্রচার করা হবে না। মাত্র দুইটি ম্যাচ সরাসরি দেখানো হবে। জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া এবং ভারত বনাম বাংলাদেশের ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং হটস্টারে সরাসরি সম্প্রচার করা হবে। প্রস্তুতি পর্বের এই দুই ম্যাচ হটস্টারে বিনামূল্যে লাইভ স্ট্রিমিং দেখতে পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ