আজ কলকাতার তৃতীয় না কি হায়দরাবাদের দ্বিতীয়?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের ফাইনাল আজ। ফাইনালে মুখোমুখি হবে শাহরুখ খানের দল কলকাতা ও সানরাইজার্স হায়দরাবাদ। এই দুই দলই গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। একদিকে দুর্দান্ত ফর্মে থাকা কলকাতা তৃতীয় শিরোপার অপেক্ষায়, অন্যদিকে আসরজুড়ে রানবন্যা বইয়ে দেওয়া হায়দরাবাদের সামনে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।
রোববার (২৬ মে) চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে রাত ৮টায় শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। জুনে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জাযগা পাওয়া কোনো ক্রিকেটারই এবারের আইপিএলের ফাইনালে নেই। কাকতালীয়ভাবে যেসব ফ্র্যাঞ্চাইজির হয়ে ভারতীয় খেলোয়াড়রা খেলেছেন তারা আগেই বিদায় হয়েছেন।
প্রথম কোয়ালিফায়ারে কলকাতার বিপক্ষে ৮ উইকেটে হেরেছিল হায়দরাবাদ। গত মৌসুমেও হায়দরাবাদই ছিল পয়েন্ট তালিকার তলানিতে। এ নিয়ে তৃতীয়বারের মতো আইপিএলের ফাইনালে উঠল দলটি। ২০১৬ সালে প্রথমবার ফাইনাল খেলেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল তারা। পরে দলটি ২০১৮ সালের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৮ উইকেটে হেরে যায়।
আর তৃতীয় শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামা ২০১২ ও ২০১৪ সালের চ্যাম্পিয়ন কলকাতা এ নিয়ে ফাইনাল খেলছে চতুর্থবারের মতো। এর আগে কোয়ালিফায়ারে প্রতিপক্ষ কলকাতার মুখোমুখি হয়ে হেরেছিল হায়দরাবাদ। এবার ফাইনালে সেই হারের বদলা নিতে মুখিয়ে থাকবে অভিষেক শর্মা-কামিন্সের দল।
এবারের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষে আছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালুরুর বিরাট কোহলি। ১৫ ম্যাচে গড়ে ৬১.৭৫ করে বিরাট করেছেন ৭৪১ রান। এবারের আইপিএলে বিরাটের ধারেকাছেও নেই কোনো ব্যাটার। দ্বিতীয় স্থানে থাকা ঋতুরাজ গায়কোয়াড়ের সংগ্রহ ৫৮৩। তার দল অনেক আগেই বাদ পড়েছে শিরোপা দখলের লড়াই থেকে।
বল হাতে সবচেয়ে বেশি ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন পাঞ্জাব কিংসের বোলার হার্শাল প্যাটেল। ১৪ ম্যাচ খেলে ৯.৭৩ ইকোনমিতে প্যাটের তুলে নিয়েছেন ২৪ উইকেট। যেখানে এবারের আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পাওয়া মোস্তাফিজ ৯ ম্যাচ খেলে ৯.২৬ ইকোনমিতে তুলে নিয়েছেন ১৪ উইকেট।
ফাইনালে সবচেয়ে দামি দুই ক্রিকেটার খেলতে নামবেন। কেকেআর ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল মিচেল স্টার্ককে। ২০ কোটি ৫০ লাখ রুপি দিয়ে হায়দ্রাবাদে দলে ভেড়ায় প্রতিযোগিতার দ্বিতীয় দামি ক্রিকেটার প্যাট কামিন্সকে। শেষ পর্যন্ত কে সাফল্যের হাসি হাসবে?