জাভিকে ছাঁটাই করে ১৯০ কোটি টাকা গুনতে হচ্ছে বার্সার

জাভি হার্নান্দেজ
জাভি হার্নান্দেজ  © ইন্টারনেট

২০২১ সালে কোচ হয়ে বার্সেলোনায় ফিরেছিলেন জাভি হার্নান্দেজ। তার সঙ্গে ক্লাবের চুক্তি ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত। তবে মেয়াদ শেষ হওয়ার বছরখানেক আগেই ছাঁটাই হয়েছেন তারা। এ জন্য বার্সাকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হচ্ছে। এটি দেড় কোটি ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯০ কোটি টাকা।

স্প্যানিশ দৈনিক ‘লা ভ্যানগার্দিয়া’ জানিয়েছে, এ ক্ষতিপূরণ দু’ভাগে বিভক্ত হবে। প্রধান কোচ হিসেবে জাভি পাবেন অর্ধেক। বাকি ৭৫ লাখ ইউরো বা প্রায় ৯৫ কোটি টাকা পাবেন তাঁর কোচিং স্টাফের সদস্যরা।

ক্রীড়া দৈনিক এএস জানিয়েছে, লা লিগায় কোচদের ক্ষেত্রেও বেতনসীমা-সংক্রান্ত নীতি আছে। সে কারণে  জাভি পাওনা থেকে কিছুটা ছাড় দেবেন। ৭৫ লাখের পরিবর্তে তিনি ৭০ লাখ ইউরো বা ৮৯ কোটি টাকা নেবেন। এতে নিজের লভ্যাংশ কম হলেও বার্সাকে আর্থিক সংগতি নীতির জটিলতায় পড়তে হবে না।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা এড়ানোর লড়াইয়ে টাইগাররা

এদিকে জাভিকে ছাঁটাই করলেও ক্লাবটির বোর্ড ও ক্রীড়া কমিশন তাঁকে ক্লাবের প্রিয়পাত্র হিসেবে অভিহিত করেছে। স্থানীয় সময় শুক্রবার বার্সার ট্রেনিং গ্রাউন্ড সিউতাত এস্পোর্তিভায় খেলোয়াড়দের অনুশীলন করান জাভি। এটিই তার শেষ অনুশীলন সেশন ছিল।

 

সর্বশেষ সংবাদ