দুই ম্যাচের জন্য নিষিদ্ধ রোনালদো
সৌদি সুপার কাপের সেমিফাইনালে লাল কার্ড দেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এতেই এক ম্যাচের জন্য পর্তুগিজ মহাতারকার মাঠের বাইরে থাকা নিশ্চিত ছিল। এবার অবশ্য জানা গেল দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন সিআর সেভেন।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী গত সোমবার খেলার ৮৬ মিনিটে আল-হিলাল ডিফেন্ডার আলী আল-বুলাইহিকে কনুই দিয়ে আঘাত করেন। রেফারি তাকে লাল কার্ড দেখান।
আরবের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৩৯ বর্ষী ফুটবলার আবুধাবিতে হওয়া ম্যাচে মাঠ ছেড়ে যাওয়ার সময় রেফারিকে উপহাস করেন। এ ঘটনার প্রেক্ষিতে তার শাস্তির পরিমাণ বাড়তে পারে।
আল-হিলাল কোচ হোর্হে জেসুস তার পর্তুগিজ স্বদেশী সম্পর্কে বলেন, ‘আমি রোনালদোর কাছ থেকে কৃতিত্ব কেড়ে নিতে যাচ্ছি না। তিনি এখনও খুব শক্তিশালী, তিনি সবসময় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন এবং থাকবেন। তিনি একটা উদাহরণ এবং একজন মডেল।’
‘তবে ক্যারিয়ারে তিনি হারতে অভ্যস্ত নন। তাই হেরে গেলে তার মাথা নষ্ট হওয়া সেইসাথে পরাজয়ে তার মানসিক মনোযোগ হারানো স্বাভাবিক।’