২৬ মার্চ ২০২৪, ২২:২৬

বিজ্ঞাপন ইস্যুতে মুখ খুললেন তামিম

তামিম ইকবাল  © ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, নগদের এ ক্যাম্পেইনে কিছু পরিবার জমি পাবে। আমি কিন্তু পাব না। দরিদ্র শ্রেণির মানুষরা এ জমি পেলে আমি খুব খুশি হবো। এটি মানুষের জন্যই করা। ব্যক্তিগতভাবে বকা শুনে দুইজন মানুষকে সহযোগিতা করতে পারলে সেই বকা শুনতে আমি সবসময় রাজি।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে ফেনীতে একটি বাণিজ্যিক শো-রুম উদ্বোধনে গিয়ে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে তামিমের সঙ্গে ছিলেন জাতীয় দলের আরেক ক্রিকেটার ও ফেনীর ছেলে মোহাম্মদ সাইফুদ্দিন। এদিন তাদের একনজর দেখতে লোকে লোকারণ্য হয়ে ওঠে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক।

প্রসঙ্গত, মোবাইল ভিত্তিক আর্থিক সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সঙ্গে নিজেকে জড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তামিম ইকবাল। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা একাধিক ক্রিকেটার সেই বিজ্ঞাপনের সঙ্গে জড়িত থাকায় বিসিবির কোড অব কনডাক্ট নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে আজ মুখ খুলেছেন এই ড্যাশিং ওপেনার।